দক্ষিণ আফ্রিকায় করোনায় দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৫:২৮:৪৫,অপরাহ্ন ৩০ মে ২০২০ | সংবাদটি ৮১৮ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের উমটাটা এলাকায় মিশু (৩২) নামে এক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দক্ষিণ আফ্রিকায় দুইজন বাংলাদেশি করোনায় মারা গেলেন।
শুক্রবার অসুস্থতা অনুভব করলে মিশুকে উমটাটার স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে রোববার বিকালে শারীরিক অবস্থা খারাপ হলে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। পরে তাকে দ্রুত করোনা ইউনিটে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে মিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মিশু ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার ব্যাগের বাজারের আমিরগাঁও গ্রামে বাসিন্দা। মিশু ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় আসেন। উমটাটা শহরে তার তিনটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। লকডাউনের আগে দেশে যাওয়ার কথা ছিল তার। তবে পাসপোর্ট জটিলতার কারণে তিনি দেশে যেতে পারেননি।