অস্ট্রিয়া সংসদ নির্বাচন লড়াইয়ে বাংলাদেশী বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন এগিয়ে
প্রকাশিত হয়েছে : ৩:২২:৩৬,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০২৪ | সংবাদটি ১৮ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
ইউরোপের দেশ অস্ট্রিয়াতে ২৯শে সেপ্টেম্বর রবিবার হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন । এই নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল অস্ট্রিয়া পিপলস পার্টির মনোনয়ন পেয়ে লড়ছেন বাংলাদেশী বংশোদ্ভূত তরুন রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন।
মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়া প্রবাসী ভোলা জেলার লালমোহনের বীর মুক্তিযোদ্ধা ও ইউরো বাংলা টাইমস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রহমানের একমাত্র পুত্র ।
নির্বাচনে জয়ী হলে নয়নই হবেন অস্ট্রিয়ার পার্লামেন্টে প্রথম কোন বাংলাদেশী বংশোদ্ভূত সংসদ সদস্য।
সংসদ সদস্য নির্বাচিত হলে নয়ন বাংলাদেশের সাথে অস্ট্রিয়ার সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অস্ট্রিয়ায় বসবাসকারী প্রবাসীদের সার্বিক উন্নয়নের জন্যও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
মাহমুদুর রহমান নয়ন মাত্র দশ বছর বয়সে পিতার হাত ধরে অস্ট্রিয়াতে আসেন।এরপর সেখানে তার শিক্ষা জীবন শুরু হয়। ছাত্র অবস্থায় অস্ট্রিয়ায় ছাত্র রাজনীতি দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি হায়ার ট্যাকনিকেল কলেজে ছাত্র থাকাকালীন সময়ে ২০১২ ও ২০১৩ সালে অষ্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন। সেখানে তিনি ১ দশমিক ১ মিলিয়ন স্টুডেন্টের নেতৃত্ব দেন।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রবাসী বাংলাদেশীরা মাহমুদুর রহমান নয়নের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী ।
অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশীরা মনে করেন নয়ন বিজয়ী হলে প্রবাসী বাংলাদেশীদের সার্থ সংশ্লিষ্ট বিষয় গুলো বাস্তবায়নে ভূমিকাসহ নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে ।