বর্ণাঢ্য আয়োজনে সাফ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২:৩৯:২৮,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০২৪ | সংবাদটি ৭ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
সলিডারিতে আজি ফ্রান্স (সাফ) কর্তৃক প্রথমবারের মতো সফলভাবে আয়োজিত হয়েছে “Tournoi de Cricket – 2024” টুর্নামেন্ট।
টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় ১৬ নভেম্বর সকাল ৮ টা থেকে প্যারিসের অদূরে Bobigny তে । টুর্নামেন্ট ছিলো সম্পূর্ণ বিনামূল্যে । উক্ত আয়োজনে মোট ৮ টি দল অংশগ্রহণ করে।
দলগুলোকে নক আউট পর্ব, সেমি ফাইনাল এবং ফাইনাল,এই ৩ ধাপে ভাগ করা হয়। সকল জল্পনা কল্পনা শেষে ৮ দলের হারজিতের মাধ্যমে FC Paris ৩ রানে SDDD কে হারিয়ে টুর্নামেন্টটি জয় করে চ্যাম্পিয়ন হয়I
উপস্তিত ছিলেন ফরাসি এমপি Aly Diaoura, সাফের প্রেসিডেন্ট এনকে নয়ন, সাফের সেক্রেটারি মামুন হাসান, সাফের ইভেন্ট ম্যানেজমেন্ট এর রুমন আহমেদ, সাফের স্পোর্টস সেক্রেটারি সাহাব উদ্দিন, সাফের কমিউনিকেশন সম্পাদক তাওহীদ আহমেদ, শাহীন আহমেদ ।
বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন ফরাসি এমপি Aly Diaouara ও এনকে নয়ন।
সাফ’র প্রেসিডেন্ট এনকে নয়ন ধন্যবাদ জানান ইভেন্ট ম্যানেজমেন্ট এর সম্পাদক রুমন আহমেদ ও স্পোর্টস সেক্রেটারি সাহাব উদ্দিনকে। তা ছাড়া ধন্যবাদ জানান সকল দলকে যারা অংশ গ্রহণ করেছেন FC Paris, SDDD Cricket Club, Bengal Tigers, Eleven Wariors, Ayan Cricket Club, Cricket Lovers তা ছাড়া অন্য দুটি দলকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই যারা অনেক দূর থেকে সাফের টুর্নামেন্ট এ এসে অংশ গ্রহন করেছেন Lille Bengal Tigers এবং BD Boys Evreux ক্রিকেট টিমকে।
সেই সাথে যারা সাফের সাথে বেনওভেল হিসেবে ছিলেন আজকে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানান।