ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনর নতুন পর্ষদ গঠিত
প্রকাশিত হয়েছে : ৪:৩৭:৩৮,অপরাহ্ন ০২ নভেম্বর ২০২৪ | সংবাদটি ১৬ বার পঠিত
সুফিয়ান আহমদ ,প্যারিস :
ইউরোপে সাংবাদিকদের পরিবারখ্যাত ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে।
বুধবার ইউরোপীয় স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব নির্ধারিত এক ভার্চ্যুয়াল সভার মাধ্যমে এ পর্ষদ ঘোষণা করা হয়।
এ সময় প্রবাসে ও বিভিন্ন বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বিভিন্ন দেশ থেকে এতে অংশ গ্রহণ করেন।
আয়োজক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এসকে জাকির হোসেন সুমনের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন টিভি ওয়ান ইউকের অস্ট্রিয়া প্রতিনিধি কবির আহমদ।
এ সময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও দিক নির্দেশনা নিয়ে উপস্থিত সাংবাদিকরা তাদের স্ব- স্ব বক্তব্য উপস্থাপন করেন।
পরে সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ২০২৪ – ২০২৬ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট পর্ষদ আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন।
পর্ষদের নেতৃবৃন্দ হলেন যথাক্রমে সভাপতি হাবিবুর রহমান হেলাল , চ্যানেল আই ( জার্মানী ) ,সিনিয়র সহ সভাপতি এনায়েত হোসেন সোহেল , বিশেষ প্রতিনিধি আই অন টিভি ইউকে , ( ফ্রান্স ) সহ সভাপতি শাহীন খলিল কাউছার , জি টিভি , ( ইতালি ) সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন , যমুনা টেলিভিশন ( ইতালি ) ,যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম , নিউজ টুয়েন্টি ফোর ( গ্রিস ) সহ সম্পাদক রহমান মাহবুবুর , ফ্রান্স দর্পন , ( সুইজারল্যান্ড ) ,অর্থ সম্পাদক : মোহাম্মদ উল্লাহ সোহেল , বাংলা ভিশন , ( ইতালি ) ,সহ অর্থ সম্পাদক মোহাম্মদ তাহির হোসেন , দৈনিক মানবকন্ঠ , ( পর্তুগাল ) সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান খান সোহেল , স্বদেশ বিদেশ ( ইতালি ),দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন স্বপন , দৈনিক কালবেলা,ভিসেন্সা ( ইতালি ) আন্ত:র্জাতিক সম্পাদক কবীর আহমেদ , ওয়ান টিভি ইউকে ( অস্ট্রিয়া )
প্রচার সম্পাদক শাহ্ সোহেল , বাংলা টেলিগ্রাম ( ফ্রান্স ) ,সাহিত্য সম্পাদক কাজী মাহফুজ রানা , চ্যানেল প্রবাহ ( আয়ারল্যান্ড ) , মহিলা সম্পাদক নাজনীন আখতার , বিশেষ প্রতিনিধি আইঅন টেলিভিশন ইউকে ( ইতালি ) , সাংস্কৃতিক সম্পাদক খন্দকার মেভিজ পরমা, বিডি নিউজ ইউরোপ ( গ্রিস ), ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব , এভিয়েশন নিউজ ( জার্মানী ) ,অভিবাসন সম্পাদক কামরুজ্জামান ভূইয়া ডালিম , এস এ টেলিভিশন ( গ্রিস ) ,সমাজ কল্যান সম্পাদক শাবুল আহমেদ , প্রতিদিনের বাংলাদেশ ( ফ্রান্স ) , কার্যকরী সদস্য : বিটু বড়ুয়া , সময় টেলিভিশন ( জার্মানি ) মাহবুবুর রহমান , সম্পাদক ইউরো বাংলা টাইমস , ( অস্ট্রিয়া ),ফাহিম হোসেন , মাইগ্রেশন বাংলা টেলিভিশন ( ইতালি ) ।
ভার্চুয়াল সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী ১২ ই এপ্রিল ২০২৫ রোববার গ্রীসের রাজধানী এথেন্সে বর্ণাঢ্য আয়োজনে সংগঠনের অভিষেক অনুষ্টানের সিদ্ধান্ত গ্রহণ করেন।