ফ্রান্সে প্রীতি ফুটবল ম্যাচে ব্রাডফুড কিং ফুটবল ক্লাব লন্ডন বিজয়ী
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:২৩,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০২৪ | সংবাদটি ৪২ বার পঠিত
আশিকুর রহমান, প্যারিস :
উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচটি ৬ -৪ গোলে সমাপ্ত হয়। পরে অতিথি দল হিসেবে ব্রাডফুড কিং ফুটবল ক্লাব লন্ডন দলকে বিজয়ীর ট্রফি দেওয়া হয়।
খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন ।
তিন ভাই ফ্যাশন সেলুন প্যারিস ফ্রান্সের উদ্যোগে সোমবার স্থানীয় সময় দুপুরে প্যারিসের লাকর্নভ পার্ক দু-স্পক মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচ পরিচালনা করেন সাদিক আহমদ, আখলাকুর রহমান,মোহাম্মদ লায়েক।

বিরতির পর হৃদয় স্পোর্টিং ক্লাব সুনামগঞ্জ প্যারিস ফ্রান্স গোল পরিশোধ করলে খেলায় সমতা ফিরে আসে। পরক্ষণে ব্রাডফুড কিং ফুটবল ক্লাব লন্ডন একে একে ৪ গোল করে বসে । পরবর্তীতে ৬-৪ গোলে খেলা শেষ হয়।

খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হৃদয় স্পোর্টিং ক্লাব সুনামগঞ্জ প্যারিস ফ্রান্সের সভাপতি বদরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক জাবেল আহমদ ,কোষাধ্যক্ষ নুরুল আমিন, ব্রাডফুড কিং ফুটবল ক্লাব লন্ডনের সভাপতি হাসিব আলী ,সাধারন সম্পাদক আবু তাহের,কোচ নুর আলম,ম্যানেজার আব্দুল হাসিন, সহ সভাপতি সাইফুল ইসলাম ,সহ সাধারণ সম্পাদক আমিন উদ্দিন,ব্রাডফুড কিং ফুটবল ক্লাব লন্ডনের সহকারী ম্যানেজার মুজিবুর রহমান ,এনবিসিআই চেয়ারম্যান মোহাম্মদ রুবেল ,নর্থ বাংলা ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হুমায়ুন ইসলাম প্রমুখ।