বন্ধুমহল প্যারিস ফ্রান্সের আলোচনা সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৪:০২:৫৪,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০২৪ | সংবাদটি ১৫ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
বন্ধুমহল প্যারিস ফ্রান্সের আলোচনা সভা ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) প্যারিসের মেট্রো হোসের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনায়েত রিপন, পরিচালনা করেন ফরহাদুল ইসলাম শিপন।
আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা গোলাম জামশেদ সুমন, জহিরুল হক খুকন ও জামাল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক অপু আলম, কবির হোসেন, কাজী তুহিন রেজা, হাসান মাহমুদ দুলাল উপস্থিত ছিলেন।
সংগঠনটি ২০২১ সাল থেকে কমিউনিটিতে নানা ধরনের কাজ করে আসছে। আলোচকরা সংগঠনটির বন্যা দুর্গতদের সাহায্যসহ নানা ভালো কাজের ভূয়সী প্রশংসা করেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা গোলাম জামসেদ সুমন সর্বসম্মতিতে বন্ধুমহল প্যারিস ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি শিপন আহমেদ, সহ সভাপতি ইমন হোসেন, এমরান হোসেন, আবু নোমান রনি, সাধারণ সম্পাদক রুবেল রানা, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম শিপন, অর্থ সম্পাদক মনিরুস ইসলাম, প্রচার সম্পাদক কাওছার আহমদ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইমন, এমরান, হৃদয়, কাউছার, নিপন, বিপু, রোবেল, রনি, লোকমান, মাসুম, আরিফ, শান্ত, স্বপন, শুভ, বাবু, জুয়েল, শাহাদাত, হাসান, ইমরান, রুবেল, মাহমুদ প্রমুখ।