কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত রুবেলের পাশে দাঁড়ালেন বিয়ানীবাজার বিএনপি পরিবার ফ্রান্স
প্রকাশিত হয়েছে : ৩:৫৮:৪৩,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০২৪ | সংবাদটি ১৬ বার পঠিত
শিব্বির আহমদ ,প্যারিস :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতা রুবেল আহমদের উন্নত চিকিৎসার্থে লক্ষাধিক টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে ।
বিয়ানীবাজার বিএনপি পরিবার ফ্রান্সের উদ্যোগে শনিবার বিকালে উপজেলার মুল্লাপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয় ।
এ সময় সিলেট জেলা ও বিয়ানীবাজার উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
জানা যায়, গত কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবে বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতা রুবেল আহমেদ গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে পুলিশের গুলিতে নির্মমভাবে গুরুতর আহত হয় । পরিবারের আর্থিক ষ্বচ্চলতা না থাকায় তাঁর উন্নত ধারাবাহিক চিকিৎসা প্রদানে চরম ব্যাঘাত ঘটলে রুবেল আহমদের শারীরিক উন্নতি বাধাগ্রস্ত হয়। এরুপ অবস্থায় তাঁর সহপাঠী সুহৃদরা ফ্রান্স থেকে এক লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করেন ।
শনিবার বিকালে উপজেলার মুল্লাপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপি নেতা ও সাবেক সংসদ পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী ও জেলা উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে রুবেল আহমদের পরিবারের নিকট আর্থিক সহযোগিতার অর্থ প্রদান করা হয় ।
মুল্লাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ হাসনাত জামিলের পরিচালনায় অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন , সহ সভাপতি আতাউর রহমান ,যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন , মুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নান,পৌর বিএনপি সভাপতি মিজানুর রহমান রুমেল,বিএনপি নেতা জামিল আহমদ,নাজমুল হোসেন মেম্বার প্রমুখ।
পরে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত তারেক আহমদসহ সকল শহীদানের প্রতি দোয়া করা হয় ।