আগামী ৭ই জুন শুক্রবার , ঐতিহাসিক শহিদ মনুমিয়া দিবস :
প্রকাশিত হয়েছে : ১২:২৬:৩০,অপরাহ্ন ০৫ জুন ২০২৪ | সংবাদটি ৪১ বার পঠিত
ওয়ালী মাহমুদ , বিয়ানীবাজার :
আগামী শুক্রবার ঐতিহাসিক ৭ জুন শহিদ মনুমিয়া দিবস । শহিদ মনুমিয়া স্মৃতি পরিষদ বাংলাদেশ, যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করবে।
কর্মসূচির মধ্যে রয়েছে শহিদ মনুমিয়া স্মৃতিসৌধে (নয়াগ্রাম, বিয়ানীবাজার পৌরসভা ) শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিল।
ওইদিন দুপুর ১১টায় মনুমিয়া স্মৃতি পরিষদ বাংলাদেশ শাখার পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। তারপর স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল ।
এ দিনের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য স্মৃতি পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো আলী আহমদ ও সাধারণ সম্পাদক খালেদ জাফরী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, বাঙালির মুক্তির সনদ ৬ দফা তথা স্বাধিকার আন্দোলনের প্রথম শহিদ মনুমিয়া বিয়ানীবাজারের বীর সন্তান। ১৯৬৬ সালের ৭ জুন তিনি ঢাকার তেজগাঁও এ হরতাল চলাকালে পুলিশের গুলিতে শাহাদত বরণ করেন।
এদিকে ২০১৭ সালে যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা ব্যয়ে মনুমিয়ার বসতবাড়িতে একটি স্মৃতি সৌধ নির্মিত হয়েছে ।