কুশিয়ারা নদীতে গ্রামবাংলার ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৮:০৫:৫৯,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ১২০৯ বার পঠিত
এনায়েত হোসেন সোহেল :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর – সুনামপুর সেতু সংলগ্ন কুশিয়ারা নদীতে গান ও বৈঠার তালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে কুশিয়ারা নদীর দু’পাড়ে দুর দুরান্ত থেকে আগত হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এ নৌকা বাইচ অনুষ্টিত হয়। নৌকা বাইচ খেলা দেখতে দুপুর থেকে নানান বয়সী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন ভীড় জমান।
বৃহত্তর চন্দরপুর যুবসমাজ ও বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউকে প্রবাসী ফজলুল হক ফজলুর সার্বিক পৃষ্টপোষকতায় এ নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রায় দু’কিলোমিটার দূরত্বের এ খেলায় অংশ নেয় বেশ কয়েকটি নৌকা। এর মধ্যে থেকে বাছাই করে তিনটি নৌকাকে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হয়। নান্দনিক এ নৌকা বাইচ চলে সন্ধ্যা পর্যন্ত।
নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী হয় বড়লেখা সুজানগর তুলাকান্দির পূবালী নৌকা।দ্বিতীয় স্থান অধিকার করে বিয়ানীবাজার জলঢুপের সোনার বাংলা এবং তৃতীয় পুরস্কার পায় গোলাপগঞ্জের দিলছে বাবা কালিজুড়ির পাগলা নৌকা।
পরে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বুধবারিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শীলা , গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মিজ মৌসুমী মান্নান,সমাজসেবী নজরুল ইসলাম দুদুসহ প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানসহ অনেকে ।
এ সময় বক্তারা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ এখন হারিয়ে যেতে বসেছে। আশা করি, এ প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে এ অঞ্চলে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে আসবে।’