ছাতকে আলহাজ্ব আজিজুর রহমান ফাউন্ডেশন-ঝিগলী’র শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ৬:২৭:০৬,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪০৫ বার পঠিত
তৃতীয় বাংলা ডেস্ক :
শিক্ষা, সেবা, উন্নয়ন ও মূল্যায়ন এই প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত আলহাজ্ব আজিজুর রহমান ফাউন্ডেশন-ঝিগলী’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে স্থানীয় ভাতগাঁও ইউনিয়নাধীন আলীগঞ্জ বাজারে এলাকার প্রায় তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩ নং ভাতগাঁও ইউনিয়ন আ’লীগ নেতা কবির আহমদ।
এতে প্রধান অতিথি ছিলেন ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন।
প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য নর্থ লন্ডন আ’লীগের সহ-সভাপতি আবাব মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিগলী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব আজিজুর রহমান, সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, আনুজানি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুজিব মালদার, মাসুক মিয়া, বাদেঝিগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও যুক্তরাজ্য আ’লীগ নেতা আইয়ুব মিয়া, ৭নং ওয়ার্ড আ’লীগের সহ যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ, কবি ইমামুল ইসলাম রানা, ভাতগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন আহমদ।
ছাতক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাফি আহমেদ রিংকু’র সঞ্চালনায় সভায় ফাউন্ডেশনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন ভাতগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কয়েছ আহমদ।
সভায় আয়োজক ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, কল্যাণমূলক এ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন রকমের মৌলিক ও সৃজনমনৃস্ক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। বক্তারা চিত্তের সঙ্গে বিত্তের সমন্বয় ঘটিয়ে সবাইকে অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী মিজানুর রহামান, যুক্তরাজ্য প্রবাসী বিলাল আহমদ, আরফত আলী, আরশ আলী, জালু মিয়া, আঙুর মিয়া, সমাজকর্মী সুমন তালুকদার, আব্দুল কাদির, জাহিদ মিয়া, আলী আহমদ, ছাদিক মিয়া, জামাল আহমদ, রুমেল আহমদ আবুল কয়েছ, আতিক মিয়া, সম্রাজ মিয়া, আজিজ মিয়া, আল-মামুন রহমান, দেলোয়ার জামিল, রুবেল আহমদ, রাজা, নেফুর মিয়া প্রমুৃখ ।
বিতরণ শেষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক ছাত্রনেতা ও সংগঠক মাও. কাওছার উদ্দিনের পক্ষ থেকে শীতবস্ত্র গ্রহণকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁর পিতা আলহাজ্ব আজিজুর রহমান।