প্যারিসে গণহত্যা দিবস পালন করলো ঘাতক দালাল নির্মুল কমিটি ফ্রান্স শাখা
প্রকাশিত হয়েছে : ৪:৫১:২৮,অপরাহ্ন ২৭ মার্চ ২০২৪ | সংবাদটি ৪৭ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
প্যারিসে ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি ফ্রান্স শাখার আয়োজনে রবিবার বিকালে স্থানীয় একটি হলে ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা , শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বলন এবং দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সংগঠনের ফ্রান্স শাখার সভাপতি চলচ্চিত্রকার প্রকাশ রায়ের সভাপতিত্ত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক অপু আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম এ কাশেম ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস, সহ-সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরি সেলিম,শিল্পী আরিফ রানা, সুব্রত ভট্টাচার্য শুভ,ফয়সল উদ্দিন,সেলিস ওয়াদা সেলু,কবি মোস্তফা হাসান,এমদাদুল হক স্বপন স্বপন,উদয়ন বড়ুয়া, আসাদুজ্জামান সুমন , ফারুক আহমদ,সমীরন ভট্টাচার্য ,কামাল পাশা,আলেন খান চৌধুরী ,সাংবাদিক এনায়েত হোসেন সোহেল , শাহ সোহেল আহমদ, শাবুল আহমেদ,ফেরদৌস করিম আখন্জি ,রাসেল আহমদ,বাদল পাল, ইকবাল হোসেন জাফরসহ অনেকে।
এ সময় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহন করেন সংগঠনের সভাপতি সাংবাদিক ও লেখক শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি আর্মি কর্তৃক সংঘটিত নেক্কারজনক গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের দাবী জানিয়ে তাদের দৃঢ় প্রতায় ব্যক্ত করেন।