ফ্রান্সে প্যারিস – বাংলা প্রেসক্লাবের বিজয় দিবসে আলোচনা ও মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৪:০৭:১৬,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ৫৯ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
ফ্রান্সে প্যারিস-বাংলা প্রেসক্লাবের আয়োজনে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক- আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সন্ধ্যা ৭ টায় প্যারিসের উপকণ্ঠ লাকনর্ভের একটি হলরুমে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়।এ সময় ফ্রান্সে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সংগঠনের সভাপতি শাহ সুহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা,সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, ফ্রান্স-বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা জামিলুর ইসলাম মিয়া ।
সংগঠনের সভাপতি শাহ সুহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, ফ্রান্স-বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা জামিলুর রহমান।
আমন্ত্রিত অতিথি ছিলেন, অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশনের মহাসচিব, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন তুলুজ ফ্রান্সের প্রেসিডেন্ট ফখরুল আকম সেলিম, বঙ্গবন্ধু পরিষদ, ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি আজম খান, জাকির হোসেন ভুইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক উপকমিটির সদস্যও ফ্রান্স আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, ফ্রান্স আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সিলেট শাহজালাল স্পোটিং ক্লাবের সভাপতি ফয়সল উদ্দিন, প্যারিস মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুদ সাইফুল ইসলাম খান, লিগ্যাল এইডের প্রেসিডেন্ট আজাদ মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল, ইউরোবিডি২৪ নিউজের সম্পাদক ইমরান মাহমুদ, ক্লাবের সাবেক আহবায়ক ও এনটিভি প্রতিনিধি আবুল কালাম মামুন, ইউরো-বাংলা প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সহসভাপতি ও জাতীয় দলের ফুটবলার লুলু আহমদ, ফ্রান্স আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নিগার আফরোজা, সাংবাদিক ফরিদ আহমদ ও একতা ফাউন্ডেশন কালাইউরার সভাপতি হোসেন আহমদ, প্রেসক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী প্রধান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান ও সদস্য জানে আলম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, বাঙালি জাতিসত্তার মূলভিত্তিই মুক্তিযুদ্ধ। ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র ও বাঙালি জাতীয়তাবাদ নামক মুক্তিযুদ্ধের মূলনীতি তথা চেতনাকে ধারণ এবং লালন করার পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা। পরে সম্মাননা পর্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা স্মারক উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছাসহ বিশেষ উপহার প্রদান করা হয়।