ফ্রান্সে সুন্দরবন কল্যান সমিতির নতুন কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২:২৪:২৯,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০২৪ | সংবাদটি ৩০ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
সুন্দরবন কল্যাণ সমিতি ফ্রান্সের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলার বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
ইফতার মাহফিল ও কমিটি ঘোষণ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহিদ হোসেন আকন। এতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন বেপারীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক স্বপন, মো. হেলাল উদ্দিন, এনামুল হক, আবু তাহের জামাল, শরীফ তারিকুল ইসলাম, মাসুদ হোসেন, আল আমিন, তারেক সিকদার, সাইফুল ইসলাম, তৌহিদুল ইসলাম, নিয়াজ মোরশেদ পলাশ, আসলাম খান–সহ অন্যান্যরা ।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এমদাদুল হক স্বপনকে সংগঠনের প্রধান উপদেষ্টা, শাহাদাত হোসেন রনিকে সভাপতি, মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও হেলাল উদ্দিনকে সিনিয়র সহসভাপতি ঘোষণা করা হয়।
দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।