আনন্দঘন পরিবেশে ফ্রান্সে ঈদুল ফেতর উদযাপিত
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:৫৬,অপরাহ্ন ১১ এপ্রিল ২০২৪ | সংবাদটি ৪৬ বার পঠিত
সুফিয়ান আহমদ , প্যারিস :
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
বুধবার ঈদের দিন সরকারি ছুটি না থাকায় বিভিন্ন মসজিদ ও কমিউনিটি সেন্টার এবং জিমনেশিয়াম গুলোতে ভোর বেলা থেকেই দীর্ঘ লাইনে দাড়িয়ে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা।
এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী নারী পুরষের সরব উপস্থিতি ছিলো লক্ষনীয়।
প্রায় ৫৫ লাখের অধিক মুসলিম জনসংখ্যার দেশ ফ্রান্স। যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৮.৮ শতাংশ। যার মধ্যে বাংলাদেশি মুসলমানের সংখ্যা লক্ষাধিকের কাছাকাছি।
বিগত কয়েক বছর বিভিন্ন বিধিনিষেধ থাকায় প্রবাসী বাংলাদেশীরা সেভাবে ঈদ আনন্দ-উৎসব উদযাপন করতে পারেনি, তবে এবার কোন ধরনের বিধিনিষেধ না থাকায় ঈদুল ফিতরে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যা ছিল, এ পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশিদের একত্রে নামাজ আদায়।
বাংলাদেশি অধ্যুষিত এলাকা সারসেল,অবারভিলিয়ে, স্তা, ক্যাথসিমার মসজিদ,লা কর্ণভ এবং মেট্রো হোসের জিমনেসিয়াম ছিল লোকে লোকারণ্য।
সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে পান্তা সিটি কাউন্সিলের মেট্রো হোস জিমনেসিয়ামে। এখানে পরপর দুটি ঈদের জামাতে প্রায় দশ হাজার মানুষ অংশগ্রহণ করে। যার অধিকাংশই ছিলো প্রবাসী বাংলাদেশি।
বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের মানুষও এখনে নামাজ আদায় করেন। নারীদের নামাজের জন্য ছিল বিশেষ ব্যবস্থা।
নামাজের পূর্বে সিটি মেয়র ‘বারট্রান্ড কার্ন’ সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
এছাড়া বাংলাদেশ জাতীয় মসজিদ অবারভিলিয়েতে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত একাধারে পরপর বারটি ঈদের জামাত, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার,সারসেল,লা কর্নভ,ক্যাথসীমায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামাত গুলোতে মহিলাদের নামাজের জন্য বিশেষ ব্যবস্থা ছিল।
নামাজ শেষে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে নামাজ আদায় শেষে সবাই আনন্দ-আলিঙ্গনে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময়সহ কোলাকুলির মাধ্যমে কুশল বিনিময় করেন। যা অত্যন্ত ছিল সৌহার্দ্যপূর্ণ।
পরে নেতৃবৃন্দ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানান।