প্যারিসে “রৌদ্র ছায়ায় কবি কন্ঠে কাব্য কথা” শীর্ষক কবিতায় আড্ডা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১:০৭:৪৮,অপরাহ্ন ১৭ জুলাই ২০২৪ | সংবাদটি ৪১ বার পঠিত
শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স) :
প্যারিসে “রৌদ্র ছায়ায় কবি কন্ঠে কাব্য কথা” শীর্ষক কবিতায় আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
কবিতায় আড্ডা’র নিয়মিত আয়োজনের অংশ হিসেবে সোমবার বিকালে প্যারিসের পখদ্য লা ভিলত পার্কে এ আড্ডা অনুষ্ঠিত হয়।
কবিতায় আড্ডা’র পঞ্চদশ এ আয়োজনকে কেন্দ্র করে সেখানে কবি ও আবৃত্তিকারদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান চত্বর।
কবিতায় আড্ডা’র সংগঠক রাকিবুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যকর্মী সোয়েব মোজাম্মেল।
ফ্রান্সে বসবাসরত প্রবাসী কবি, ছড়াকার, প্রাবন্ধিক, লেখক, সাংস্কৃতিক সংগঠক, সাহিত্য অনুরাগী, সংগীত শিল্পী, আবৃত্তি সংগঠক, আবৃত্তি শিল্পী ও সাংবাদিকদের অংশগ্রহণে এই আয়োজনে ছিল কবিদের কবিতা পাঠ, আবৃত্তি শিল্পীদের কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান।
এতে অংশগ্রহণ করেন কবি-গীতিকার-লেখক ও আবৃত্তি শিল্পী মুনির কাদের, স্রোত সম্পাদক কবি বদরুজ্জামান জামান, কবি ও ছড়াকার লোকমান আহম্মদ আপন, কবি রিয়াজ আহমেদ জুয়েল, মেরী হাওলাদার, কবি ও সাংবাদিক সায়কা মাহমুদ।
আবৃত্তি করেন লেখক ও আবৃত্তি শিল্পী মোহাম্মদ গোলাম মোর্শেদ, আবৃত্তিকার নাজনীন তানিয়া, অর্পিতা রায়, রাহুল চৌধুরী, মঞ্চাভিনেত্রী টেক্লেক, মঞ্চাভিনেত্রী সালিহা, শিশু শিল্পী ইফাজ ইসলাম, প্রয়াগ রায়, ইজাজ ইসলাম। অনুষ্ঠানে পুঁথি পাঠ করে দর্শক প্রশংসিত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় পুঁথি শিল্পী কাব্য কামরুল।
কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ঐ লৌহকপাট’ গানটির ফরাসি অনুবাদ পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান।
সঙ্গীত পরিবেশন করেন- গীতিকার ও সঙ্গীত পরিচালক শিল্পী আরিফ রানা, শিল্পী কুমকুম সৈয়দা ও আমাদের সময় পত্রিকার ফ্রান্স প্রতিনিধি ও প্যারিস রিপোর্টসের সম্পাদক শিল্পী আশিক আহমেদ উল্লাস।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রায়, ফ্রান্স দর্পণ বার্তা সম্পাদক নাজমুল কবির, ইউনিভার্সেল বাংলা নিউজ সম্পাদক শাবুল আহমেদ, মাই টিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল ও কামরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে শুরু হওয়া ‘কবিতায় আড্ডা’ প্রবাসী লেখক, কবি-সাহিত্যিক ও সৃজনশীল মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।