বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করার লক্ষ্যে আয়েবার আহ্বা
প্রকাশিত হয়েছে : ১:৩৪:২৬,অপরাহ্ন ১৬ জুলাই ২০২৪ | সংবাদটি ৪৩ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করার লক্ষ্যে ইউরোপীয় প্রশাসনের সাথে চলমান সম্পর্ক আরও অর্থবহ এবং জোরদার করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)।
ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়েবা সদরদপ্তরে শনিবার অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ২৩তম সভায় আরও জানানো হয়।
এ সময় ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত আয়েবার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আহমেদ ফিরোজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সহ-সভাপতি ফখরুল আকম সেলিম।
অনুষ্ঠানে এসয় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাহারুল ইসলাম মিন্টু, শরীফ আল মোমিন, টি এম রেজা, এমদাদুল হক স্বপন, তাপস বড়ুয়া রিপন, আজহার কবির বাবু, নুরুল আমিন , শরীফ আহমেদসহ বিভিন্ন দেশের আয়েবা নেতৃবৃন্দ।
পরে সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, ফ্রান্সে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর উর্ধতন কর্মকর্তা ড, তোজাম্মেল হক টনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও এক মিনিট নিরবতা পালন করা হয়।