মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন
প্রকাশিত হয়েছে : ৩:১৭:৩৮,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৯৩৯ বার পঠিত
তৃত্বীয় বাংলা ডেস্ক :
মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে চেয়ারম্যান শাহাব উদ্দিন।
জাতীয় শিক্ষা পদক-২০১৯ প্রদান উপলক্ষে সম্প্রতি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রতিযোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তিসহ আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাঁকে মনোনীত করা হয়।
ব্যক্তিগত উদ্যোগে তিনি ৫নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন, খেলাধুলা সামগ্রী প্রদান করেন।
এছাড়া ৫নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়নে বুবারতলে দুর্গম এলাকায় বিদ্যুৎ, রাস্তা, কালবাট-ব্রিজ পাকা করণে তিনি ব্যাপক কাজ করেছেন।
মৌলভীবাজর জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হওয়ায় বুবারতল মোহাম্মদ নগর গ্রামতলাএলাকা সহ ৫নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের জনগণের মাঝে আনন্দের বন্যা বইছে। তাদের বিশ্বাস তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন।
চেয়ারম্যানের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে ৫নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।