বর্ণাঢ্য আয়োজনে তুরস্কে বাংলা নববর্ষ উদযাপন
প্রকাশিত হয়েছে : ১১:৫৪:০২,অপরাহ্ন ০৪ মে ২০১৯ | সংবাদটি ৬৫২ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
তুরস্কের আঙ্কারায় বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার আঙ্কারার মোনেক হোটেলের সম্মেলন কক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তুরস্কে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, সামরিক উপদেষ্টা, তুরস্কের উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকীর আহ্বানে আমন্ত্রিত অতিথি, প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা’ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দূতাবাস দেশি-বিদেশী শিশুশিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করে। ঢাকা থেকে আগত বাংলাদেশ শিশু একাডেমীর ১৬ জন, দূতাবাসের ২জন শিশুশিল্পী এবং তুরস্কের ১১ জন শিল্পী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন দূতাবাস উক্ত হোটেলের লবিতে বাংলাদেশের সাংস্কৃতিক পটভূমি, বর্ণময় পহেলা বৈশাখ এবং চলমান আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির ওপর একটি আলোক চিত্র প্রদর্শনীর আয়োজন করে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী বলেন, বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উৎসবকে বাঙ্গালী সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য। বাংলা নববর্ষ ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বাঙ্গালীর প্রাণের উৎসব। এ উৎসব বাংলাদেশের সর্বস্তরের মানুষর মধ্যে একধরনের সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করতে সক্ষম হয়েছে।