বাংলাদেশিসহ ১১৩ জনকে লিবিয়ায় আটক
প্রকাশিত হয়েছে : ৫:৫০:১৩,অপরাহ্ন ০৩ মে ২০১৯ | সংবাদটি ৫৫৫ বার পঠিত
তৃতীয় বাংলা ডেস্কঃ
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে ১১৩ জনকে আটক করেছে লিবিয়া কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মুখপাত্রের বরাত দিয়ে জাতিসংঘ গত বুধবার বলেছে, ওই অভিবাসনপ্রত্যাশীরা বাংলাদেশ এবং আরব ও সাব-সাহারা আফ্রিকান দেশগুলোর।
আটক ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। লিবিয়ার ত্রিপোলিভিত্তিক সরকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বী হাফতার বাহিনীর সংঘাত চলছে। এরই মধ্যে গত সোম ও মঙ্গলবার ইতালি অভিমুখী দুটি নৌকা থামিয়ে ১১৩ জনকে লিবিয়ার কোস্ট গার্ড আটক করে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলেছে, আটক ব্যক্তিদের বন্দিশালায় রাখা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো লিবিয়ায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও কোস্ট গার্ডের সদস্যদের বিরুদ্ধে মানবপাচারে সম্পৃক্ততার অভিযোগ করে আসছে। এর আগে ইউরোপে যাওয়ার সময় ধরা পড়া ব্যক্তিদের আটক করে লিবিয়ার বাহিনী ব্যাপক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।