অবশেষে ক্ষমা চাইলেন ম্যারাডোনা
প্রকাশিত হয়েছে : ১:৪০:১৩,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৮ | সংবাদটি ১৫৫ বার পঠিত
স্পোর্টস ডেস্ক:: একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিতে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার জুরি মেলা ভার। চলতি বিশ্বকাপেই যেমন ফিফার শুভেচ্ছাদূত হিসেবে বিশ্বকাপ সরাসরি উপভোগ করার মাঝেই কলম্বিয়ান বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচকে ‘ঐতিহাসিক জোচ্চুরি’ হিসেবে অভিযোগ করে আলোচনার পাত্র হয়েছেন ম্যারাডোনা।
শেষ ষোলর শেষ ম্যাচটিতে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটের টিকিট পেয়েছে ইংল্যান্ড। সেই ম্যাচের রেফারিং নিয়েই প্রশ্ন তুলেছিলেন ম্যারাডোনা। কিন্তু ম্যারাডোনার অভিযোগ আমলে নেয়নি ফিফা। উল্টো তাকে কড়া জবাব শুনিয়েছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
তাই অনেকটা বাধ্য হয়েই মূলত ফিফার কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার এই কিংবদন্তী। সংবাদ মাধ্যমে ম্যারাডোনা বলেন, ‘ফিফা এবং ফিফার প্রেসিডেন্ট গিয়ানি ইনফান্তিনোর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমার মত ভিন্ন হয়। তবে সেই ম্যাচের রেফারীদের প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে। বিশ্বকাপের মতো আসরে ম্যাচ পরিচালনা করা সহজ কাজ নয়।’
এসময় কলম্বিয়ার মানুষদের কাছেও ক্ষমা প্রার্থনা করেন ম্যারাডোনা এবং এই হারে খেলোয়াড়দের কোন দায় নেই বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘কলম্বিয়ার মানুষদের প্রতি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে অবশ্যই খেলোয়াড়দের কোন দোষ নেই।’