১৬ হাজার টাকায় কলকাতা ভ্রমণের সুযোগ
প্রকাশিত হয়েছে : ৪:০৩:০৩,অপরাহ্ন ০৪ জুলাই ২০১৮ | সংবাদটি ১৭২ বার পঠিত
নিউজ ডেস্ক:: ভ্রমণ করার ইচ্ছে আছে সবারই। তা যদি হয় বিদেশ ভ্রমণ, তাহলে তো কোনো কথাই নেই। আর তাই তো সর্বনিম্ন ১৬ হাজার টাকায় ভারতের কলকাতা ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে। প্যাকেজটি ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
জানা যায়, সর্বনিম্ন ১৬ হাজার ৮৮৮ টাকায় ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কলকাতায় ভ্রমণ করা যাবে। এ প্যাকেজের আওতায় রয়েছে কলকাতার দ্য ওবেরয় গ্র্যান্ড, নভোটেল, দ্য পিয়ারল্যাস ইন এবং হিন্দুস্থান ইন্টারন্যাশনাল।
সংস্থাটি জানায়, ভ্রমণকারীদের সুবিধার্থে দেশের ১৮টি বেসরকারি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে নভোএয়ার। ব্যাংকগুলোর গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে এ প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।