মুক্তি পাচ্ছে টয়ার বেঙ্গলি বিউটি
প্রকাশিত হয়েছে : ৩:২০:৪৩,অপরাহ্ন ০৪ জুলাই ২০১৮ | সংবাদটি ৪৬০ বার পঠিত
বিনোদন ডেস্ক:: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবার আসছেন বড় পর্দায়। ছোট পর্দা থেকে এবার টয়ার অভিষেক হতে যাচ্ছে বড় পর্দায়। গত ৬ জুন সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে টয়া অভিনীত প্রথম সিনেমা ‘বেঙ্গলি বিউটি’। ছবিটি পরিচালনা করেছেন রাহশান নূর। বর্তমানে ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
চলতি বছর ভালোবাসা দিবসে ‘বেঙ্গলি বিউটি’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর ছাড়পত্র পেতে দেরি হাওয়ায় ছবিটি মুক্তির মিছিলে পিছিয়ে পড়ে। আগামী ২০ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা নূর।
ছবিটিতে সত্তর দশকের একজন মেডিকেল ছাত্রীর চরিত্রে দেখা যাবে টয়াকে। যে কিনা রেডিও শুনে একজনের প্রেমে পড়ে। এই চরিত্রে নিজেকে তৈরি করতে সত্তর দশকের অনেক ছবি দেখতে হয়েছে তাকে। সেসময়ে মেয়েরা কী ধরনের পোশাক পরতেন, কীভাবে কথা বলতেন সবকিছুই আয়ত্ত করেছিলেন বলে জানান টয়া।
অভিষেক প্রসঙ্গে মুমতাহিনা টয়া বলেন, ‘ছোট পর্দায় কাজ করলেও বড় পর্দায় অভিনয় করার ইচ্ছা কার না থাকে! আমারও শুরু থেকেই ইচ্ছে ছিলো বড় পর্দায় আসবো। কিন্তু এতদিন ব্যাটে-বলে না মেলায় করা হয়নি। এই প্রথম আমার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তাই মনের মধ্যে একটু ভয় ও নার্ভাসনেস কাজ করছে।’