ভোলাগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ১৭ বোমা মেশিন ধ্বংস
প্রকাশিত হয়েছে : ২:০৪:৫৬,অপরাহ্ন ০১ জুলাই ২০১৮ | সংবাদটি ১৭০ বার পঠিত
কোম্পানীগঞ্জ সংবাদদাতা:: কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে শনিবার টাস্কফোর্সের অভিযানে ১৭টি ‘বোমা মেশিন’ (অবৈধ পাথর উত্তোলন যন্ত্র) জব্দ করে ধ্বংস করা হয়েছে। কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অংশ নেন।
টাস্কফোর্স সূত্র জানায়, টাস্কফোর্সের নিয়মিত অভিযান সত্ত্বেও ভোলাগঞ্জের ১০ নম্বর ও রেলওয়ে বাংকার এলাকায় বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন অব্যাহত রাখে একটি পাথর খেকো চক্র। খবর পেয়ে টাস্কফোর্স সেখানে অভিযান চালায়। শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে অভিযান। টানা ৭ ঘন্টার এ অভিযানে ১৭টি বোমা মেশিন জব্দ করে ধ্বংস করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা জানান, টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।