হলিউডে প্রথম লুকে জ্যাকুলিনের চমক!
প্রকাশিত হয়েছে : ২:৪৬:৪৬,অপরাহ্ন ২৯ জুন ২০১৮ | সংবাদটি ১৭১ বার পঠিত
বিনোদন ডেস্ক:: বলিউড নায়িকাদের কাজের দ্বিতীয় জায়গা এখন হলিউড। ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা, দীপিকার পদচারণার পর এমনটাই হতে যাচ্ছে এখন। সেই তালিকায় এখন যোগ হয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। ‘ডেফিনেশন অব ফিয়ার’ শিরোনামে একটি ছবির মাধ্যমে হলিউডে পা রেখেছেন জ্যাকুলিন। ছবিটি পরিচালনা করেছেন জেমস সিম্পসন।
সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। ট্রেলারে উপস্থিতিতে তাক লাগিয়ে দিয়েছেন জ্যাকুলিন।
এ প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘ভৌতিক একটি ছবিতে অভিনয় করেছি। কাজটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। প্রথম হলিউড সিনেমা হিসেবে এটি স্বাভাবিক অনুভূতি। সিনেমা সংশ্লিষ্টরাও বেশ সন্তুষ্ট।’
নিয়মিত হলিউড সিনেমায় তাকে দেখা যাবে কি-না সেই প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘নিয়মিত হওয়ার বিষয়টি এখন বলা সম্ভব নয়। কারণ ছবিটি এখনো মুক্তি পায়নি। এটি সময় হলে বোঝা যাবে।’