আজ বিশ্ব সুখ দিবস , কোন কোন দেশ সুখের তালিকায়
প্রকাশিত হয়েছে : ৮:২৮:৪১,অপরাহ্ন ২০ মার্চ ২০২৪ | সংবাদটি ৪৫ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
আজ (২০ মার্চ) আন্তর্জাতিক সুখ দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদ দিনটিতে সুখে থাকার দিন হিসেবে ঘোষণা দেয় ২০১২ সালে। তখন থেকেই প্রতি বছর একই সময়ে ব্যতিক্রমী দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘যূথবদ্ধ থাকাতেই সুখ’, অর্থাৎ একসঙ্গে মিলেমিশে থাকলে সুখী হওয়া যায়।
মাথাপিছু জিডিপি, দুর্নীতির মাত্রা, ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, সামাজিক পরিস্থিতিসহ আরও কিছু বিষয় বিবেচনা করে নির্ণয় হয় সুখী দেশের তালিকা- জানান ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভ্যানকুভার স্কুল অব ইকোনমিক্সের অর্থনীতির ইমেরিটাস অধ্যাপক এবং ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের প্রতিষ্ঠাতা সম্পাদক জন হেলিওয়েল। বিশ্ব সুখ দিবসে জাতিসংঘ প্রকাশ করেছে সুখী দেশের তালিকা। ফিনল্যান্ড টানা সপ্তম বছর তালিকার শীর্ষে রয়েছে। ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ১১৮ নাম্বারে। কম বয়সী আমেরিকানদের সুস্থতা হ্রাসের কারণে খানিকটা পিছিয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সবচেয়ে অসুখী দেশ হিসেবে তালিকার একদম শেষে আছে আফগানিস্তান। জাতিসংঘ থেকে প্রকাশিত এই ব্যাংকিং এ সবচেয়ে সুখী দেশ কোনগুলো জেনে নিন।
১। ফিনল্যান্ড
২। ডেনমার্ক
৩। আইসল্যান্ড
৪। সুইডেন
৫। ইসরায়েল
৬। নেদারল্যান্ডস
৭। নরওয়ে
৮। লুক্সেমবার্গ
৯। সুইজারল্যান্ড
১০। অস্ট্রেলিয়া
১১। নিউজিল্যান্ড
১২। কোস্টারিকা
১৩। কুয়েত
১৪। অস্ট্রিয়া
১৫। কানাডা
১৬। বেলজিয়াম
১৭। আয়ারল্যান্ড
১৮। চেক প্রজাতন্ত্র
১৯। লিথুয়ানিয়া
২০। যুক্তরাজ্য