মেয়র পদে মনোনয়ন পেলেন আরিফ
প্রকাশিত হয়েছে : ৩:৪৩:১৯,অপরাহ্ন ২৭ জুন ২০১৮ | সংবাদটি ১৭২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:: আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
বুধবার ঢাকায় বিএনপির দলীয় কার্যালয়ে সিলেট বিএনপির ১১ নেতার সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এবারের সিলেট সিটি নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন- সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই সিলেট , বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।