আর্জেন্টিনায় বিশ্বকাপ ট্রফির ভেতরে মিলল দেড় কেজি মাদক!
প্রকাশিত হয়েছে : ৭:২৯:২১,অপরাহ্ন ২৬ জুন ২০১৮ | সংবাদটি ২১০ বার পঠিত
রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়ে টালমাটাল অবস্থায় রয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। মাঠের বাইরেও নানান ঘটনায় খুব একটা স্বস্তিতে নেই আর্জেন্টিনার ফুটবল সংশ্লিষ্টরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন সমর্থকদের উগ্র আচরণের কারণে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে গুণতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা।
আর এবার নিজ দেশে ঘটেছে আরেক অপ্রীতিকর ঘটনা। তবে এর সাথে খুব একটা সংযোগ নেই আর্জেন্টিনার সমর্থক বা ফুটবল দলের; কিন্তু খুব বেশিই সম্পৃক্ততা রয়েছে ফুটবলের। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে ফুটবল বিশ্বকাপের ‘রেপ্লিকা’ ট্রফির মধ্যে গাঁজা ও কোকেইনসহ পাওয়া গেছে দেড় কেজি মাদকদ্রব্য।
তবে আর্জেন্টাইন পুলিশের তৎপরতায় নিজেদের মিশনে সফল হয়নি চোরাচালানকারীরা। পুলিশি তল্লাশিতে দেখা যায়, বিশ্বকাপ ট্রফিগুলোর নিচের দিকে আর্জেন্টাইন পতাকার আদলে রঙ করা। পুলিশদের এসব ট্রফি দেখে সন্দেহ জাগলে, তারা সিদ্ধান্ত নেয় ভেতরে ভেঙে দেখার।
তাতেই বেরিয়ে আসে মাদক চোরাচালানির নিগুঢ় রহস্য। বিশ্বকাপ ট্রফির মধ্যে উন্নত প্রজাতির গাঁজা, কোকেইনসহ আরও নানা মাদকদ্রব্য খুঁজে পায় পুলিশ। সবমিলিয়ে যেগুলোর ওজন ছিল, দেড় কেজির বেশি। এই কাজে জড়িত থাকার অপরাধে ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে বুয়েন্স আয়ার্স পুলিশ।