সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের ২ দিনের কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:৩১,অপরাহ্ন ২৫ জুন ২০১৮ | সংবাদটি ১৭৪ বার পঠিত
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের অতর্কিত হামলা, গুলিবর্ষন ও গ্রেফতারের প্রতিবাদে সিলেট মহানগরের আওতাধীন সকল ওয়ার্ড, বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখাকে আগামী মঙ্গলবার এবং জেলার আওতাধীন সকল উপজেলা, পৌর, থানা ও কলেজ শাখাকে আগামী বুধবার বিক্ষোভ কর্মসূচী পালনের আহবান জানানো হয়।
রবিবার এক যৌথ বিবৃতিতে জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এই কর্মসূচি প্রদান করেন।
উল্লেখ্য, গত শনিবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীতে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে অন্যায় ও প্রহসনমুলক রায়ের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ নেতাকর্মীদের উপর গুলি, টিয়ারসেল নিক্ষেপ করে অর্ধ শতাধিক নেতাকর্মীকে গুলিবিদ্ধ করে এবং ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। – বিজ্ঞপ্তি