logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. মুক্তবাংলা
  3. সিলেটের তামিম চৌধুরীর নেতৃত্বে যেভাবে সংগঠিত হয়েছিল নব্য জেএমবি

সিলেটের তামিম চৌধুরীর নেতৃত্বে যেভাবে সংগঠিত হয়েছিল নব্য জেএমবি


প্রকাশিত হয়েছে : ৫:২৩:০৬,অপরাহ্ন ০১ জুলাই ২০১৮ | সংবাদটি ১১৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:: কানাডায় থাকতেই জঙ্গিবাদে জড়িয়ে সিরিয়ায় গিয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরী। সেখান থেকে ফের কানাডায় ফিরে যায় সে। তারপর আসে ঢাকায়, ২০১৩ সালের ৫ অক্টোবর। বাংলাদেশে এসেই তামিম প্রথমে সব জঙ্গি সংগঠনকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করে। এসময় তার হাত ধরে ‘জুনুদ আল তাওহিদ’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। তবে তেমন সাড়া না পেয়ে পুরনো জেএমবি’র কয়েকজন সদস্যের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে তামিমের নেতৃত্বেই গঠিত হয় আইএসপন্থী জঙ্গি সংগঠন নব্য জেএমবি। তামিম চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।

নব্য জেএমবি ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে টার্গেট কিলিং শুরুর ৯ মাসের মাথায় গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায়। এই হামলার মূল উদ্দেশ্যই ছিল সারাবিশ্বে নিজেদের অস্তিত্ব জানান দেয়া।
বহুল আলোচিত গুলশান হামলা মামলার তদন্তে নব্য জেএমবি’র সৃষ্টি ও সংগঠিত হওয়ার এই চিত্র উঠে এসেছে। এই মামলার তৈরি হওয়া চার্জশিট এবং তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

শনিবার (৩০ জুন) মামলার তদন্ত তদারক কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘জিহাদের উদ্দেশ্য নিয়েই তামিম চৌধুরী বাংলাদেশে এসেছিল। যদিও সে কানাডায় থাকা অবস্থাতেই জঙ্গিবাদে নাম লেখায়। বাংলাদেশে তার ডাকে সারা দিয়ে পুরনো জেএমবি’র কয়েকজন সদস্য সাড়া দেয়। জেএমবি’র পুরোটা না এলেও একটা অংশ তার সঙ্গে আসে, যারা উগ্রবাদে বিশ্বাসী। তারা মিলে গঠন করে নব্য জেএমবি। এরপর সদস্য সংগ্রহের মাধ্যমে প্রথমে টার্গেট কিলিং শুরু করে তারা। পরবর্তীতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায়।’
এই মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তামিম চৌধুরী ঢাকায় আসার পর প্রথমে তার পরিচয় হয় পুরনো জেএমবি’র চাঁপাইনবাবগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুস সামাদ ওরফে মামুর সঙ্গে। মামু তাকে পুরনো জেএমবি’র মামুনুর রশীদ রিপন, সারোয়ার জাহান ও মাওলনা আবুল কাশেমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর ইরাক-সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএসপন্থী নব্য জেএমবি’র প্রথমে পাঁচ সদস্যের একটি শুরা কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে তামিম চৌধুরী ছাড়াও উত্তরবঙ্গের বড় হুজুর মাওলানা আবুল কাশেম, সারোয়ার জাহান, মামুনুর রশীদ রিপন ও আব্দুস সামাদ মামু ওরফে আরিফ ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নব্য জেএমবি’র সংগঠন পরিচালনার ক্ষেত্রে পাঁচটি পৃথক শাখা গঠন করা হয়। এগুলো হলো— সামরিক শাখা, দায়ি শাখা, মিডিয়া শাখা, কোয়াহ শাখা (অস্ত্র-বিস্ফোরক ও অর্থ) এবং পরিবহন শাখা। নব্য জেএমবি’র সামরিক শাখাটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই শাখার আরও চারটি উপ-শাখা ছিল। এগুলো হলো— ফিদায়ি, ইংগিমাসি, ইশতিহাদি ও লোন উলফ বা লোন মুভার্স।

২০১৫ সালের সেপ্টেম্বর থেকে নব্য জেএমবি উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় ফিদায়ি ও ইশতিহাদি হামলা চালানো শুরু করে। ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে যে হামলা চালানো হয়, সেটি ছিল ইংগিমাসি হামলা। ইংগিমাসি হচ্ছে এমন একটি কৌশল, যা একই সঙ্গে জিম্মি পরিস্থিতি তৈরি করে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসার জন্য সর্বোচ্চ সময় নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশে একসময় শুধুমাত্র মাদ্রাসা ছাত্রদেরই জঙ্গিবাদে জড়ানোর প্রবণতা ছিল। তামিম চৌধুরী সেই প্রবণতাকে পেছনে ফেলে উচ্চবিত্ত ও ইংলিশ মিডিয়ামে পড়ুয়া শিক্ষার্থীদের জঙ্গিবাদে জড়াতে মূল ভূমিকা পালন করে। বাংলাদেশে আসার আগে তামিম যখন সিরিয়াতে ছিল, সেসময় সিরিয়ার বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে তার যোগাযোগ হয়। সেই যোগাযোগের ভিত্তিতেই আইএস খিলাফত ঘোষণার পর বাংলাদেশ থেকে যোগ দেওয়া তরুণদের সঙ্গেও তার পরিচয় হয়। একই পরিচয়ের সূত্র ধরে ঢাকার অভিজাত এলাকা গুলশান-বনানী এলাকার বিভিন্ন গ্রুপের সঙ্গে মেলামেশা শুরু করে তামিম। উচ্চবিত্ত পরিবার ও ইংলিশ মিডিয়ামে পড়ুয়া এসব গ্রুপের সঙ্গে তার যোগাযোগের সূত্র হিসেবে কাজ করে জিলানী নামের এক তরুণ। পরবর্তীতে সিরিয়ায় আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত হয় জিলানী।

সংশ্লিষ্ট সূত্র বলছে, হামলার জন্য হলি আর্টিজান বেকারি বেছে নেওয়ার পাশাপাশি পাঁচ হামলাকারীকে বাছাই ও নির্বাচনও করে তামিম। হামলার আগে তাদের প্রশিক্ষণের পাশাপাশি ঈমান-আক্বিদা ও শারীরিক প্রশিক্ষণের ওপর পরীক্ষাও নেওয়া হয়। নিম্নবিত্ত পরিবার থেকে জঙ্গিবাদে আসা দুই তরুণ শফিকুল ইসলাম উজ্জল ও খায়রুল ইসলাম পায়েল ও ঢাকার উচ্চবিত্ত পরিবারের তিন তরুণ রোহান, নিবরাস ও মোবাশ্বারকে নিয়ে একটি দল গঠন করা হয়। এর উদ্দেশ্য ছিল, হলি আর্টিজানে যে জিম্মি পরিস্থিতি তৈরি করা হবে তা সফলভাবে যেন সামলাতে পারে তারা।
সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম বলেছেন, ‌‘ঢাকায় তারা কোনও একটি রেস্তোরাঁয় অ্যাটাক করবে এই পরিকল্পনা ছিল। যেখানে অনেক বিদেশি পাওয়া যাবে। তাদের মারলে বিশ্ব মিডিয়ায় কাভারেজ পাওয়া যাবে, সেই জায়গাটিকেই তারা বেছে নেবে। নব্য জেএমবি’র নেতারা এজন্য প্রথমে সদস্যদের রিক্রুট করে। ক্যাম্পে রেখে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। দু’-একটি হত্যাকাণ্ডে অংশ নিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, এমন দুজনকেও এই টিমে রাখা হয়। এরকম নতুন এবং পুরনো মিলিয়ে পাঁচ জনের একটি টিম গঠন করা হয়।’
ঢাকার কাউন্টার টেরোরিজমের একজন কর্মকর্তা বলছেন, তামিম নিজেও শিক্ষিত এবং স্মার্ট হওয়ার কারণে সবাই তার কথা মনোমুগ্ধ হয়ে শুনতো। এছাড়া, দেশের বাইরে থেকে অর্থ সহযোগিতা আনতো সে। সংগঠনে পর্যাপ্ত পরিমাণ অর্থ আসার কারণে সবাই সহজেই তার নেতৃত্ব মেনে নিয়েছিল। তামিম নিজেও ছিল অনেক বেশি ক্যারিশমেটিক।
ঢাকায় একটি হামলা চালিয়ে যে সারাবিশ্বে আলোচনায় আসা যাবে, সেই ভাবনাটিও আসে তামিমের মাথা থেকে। এজন্য হামলার সঙ্গে সঙ্গে হলি আর্টিজানের ভেতরে থাকা জঙ্গিদের পাঠানো ছবিগুলো আইএসের কথিত মুখপাত্র ‘আমাক’ এজেন্সিতে পাঠিয়ে হামলার দায়ও স্বীকার করে। সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘ঢাকায় হামলা করলে কাভারেজ বেশি পাবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে। পাশাপাশি বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার চরমভাবে ঘটেছে এটি প্রচার এবং নতুন যারা রিক্রুট হয়েছিল, তারাও মনোবল হারাবে না। বরং আরও দলে দলে নতুন লোক জেএমবিতে আসবে।এই পরিকল্পনা মাথায় নিয়েই কাজ করছিল তামিম।’

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ৯ ইতালিয়ান, সাত জাপানিজ, একজন ভারতীয়, একজন আমেরিকান-বাংলাদেশ দ্বৈত নাগরিক ও দুজন বাংলাদেশি এবং দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২২ জনকে হত্যা করে। জঙ্গিরা রেস্টেুরেন্টের অন্যান্য অতিথি এবং কর্মচারীদের রাতভর জিম্মি করে রাখে। পরদিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মাধ্যমে শেষ হয় এই জিম্মিদশা। অপারেশন থান্ডারবোল্ট নামে পরিচালিত এই অভিযানে পাঁচ জঙ্গি ও একজন পিৎজা শেফ নিহত হয়। এছাড়া, ঘটনার সময় সন্দেহভাজন হিসেবে আটক হওয়া একজন কর্মচারী নিহত হন ৮ জুলাই। আলোচিত এই ঘটনায় গুলশান থানার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। আলোচিত এই হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরী ঘটনার এক মাস পরেই ২০১৬ সালের ২৭ শে সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পাইকপাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুই সহযোগীসহ নিহত হয়।
গুলশান হামলার পরই তামিমের নামটি ব্যাপক আকারে আলোচনায় আসে। তামিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের বড়গ্রামের প্রয়াত আব্দুল মজিদ চৌধুরীর নাতি। মজিদ চৌধুরী একাত্তরে শান্তি কমিটির সদস্য ছিলেন বলে স্থানীয়দের তথ্য।
তামিমের বাবা শফি আহমদ জাহাজে চাকরি করতেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি সপরিবারে কানাডায় পাড়ি জমান। কানাডার উইন্ডসরে থাকার সুবাদে ৩০ বছর বয়সী তামিমের বেড়ে ওঠাও সেখানে।

মুক্তবাংলা এর আরও খবর
ফ্রান্সে শহীদ মনু মিয়া দিবস পালিত

ফ্রান্সে শহীদ মনু মিয়া দিবস পালিত

প্যারিসে বৃহত্তর কুমিল্লা জনকল্যান সমিতি ফ্রান্সের ইফতার ও দোয়া মাহফিল

প্যারিসে বৃহত্তর কুমিল্লা জনকল্যান সমিতি ফ্রান্সের ইফতার ও দোয়া মাহফিল

প্যারিসে বন্ধনের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্যারিসে বন্ধনের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্পেনে শেখ হাসিনার জন্মদিন পালিত

স্পেনে শেখ হাসিনার জন্মদিন পালিত

নুরুল ইসলাম নাহিদ করোনায় আক্রান্ত

নুরুল ইসলাম নাহিদ করোনায় আক্রান্ত

রিফাত হত্যা: স্ত্রী মিন্নির মৃত্যুদণ্ড

রিফাত হত্যা: স্ত্রী মিন্নির মৃত্যুদণ্ড

সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে ১৭৫০টি কবর কিনবে বিয়ানীবাজার সমিতি
যুক্তরাষ্ট্রে ১৭৫০টি কবর কিনবে বিয়ানীবাজার সমিতি
প্যারিসে স্বরসতী দেবীর পূজার্চনা অনুষ্ঠিত
প্যারিসে স্বরসতী দেবীর পূজার্চনা অনুষ্ঠিত
ইতালিতে প্রবাস কন্ঠের আয়োজনে তুষার ভ্রমণে প্রবাসী বাংলাদেশিরা
ইতালিতে প্রবাস কন্ঠের আয়োজনে তুষার ভ্রমণে প্রবাসী বাংলাদেশিরা
প্যারিসের লা কর্নভে ফ্যাশন হাউস ‘ বৈশাখী ফ্যাশন’র আনুষ্ঠানিক উদ্ভোধন
প্যারিসের লা কর্নভে ফ্যাশন হাউস ‘ বৈশাখী ফ্যাশন’র আনুষ্ঠানিক উদ্ভোধন
লন্ডনে সাংবাদিক ফয়সল মাহমুদের ‘এক্সপ্লোর বিয়ানীবাজার ‘ তথ্যচিত্রের প্রদর্শনী আজ
লন্ডনে সাংবাদিক ফয়সল মাহমুদের ‘এক্সপ্লোর বিয়ানীবাজার ‘ তথ্যচিত্রের প্রদর্শনী আজ
অবসরের বয়স বাড়ানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স, অচল প্যারিস
অবসরের বয়স বাড়ানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স, অচল প্যারিস
যুব মহিলালীগ সভাপতি ডেইজিকে গণ সংবর্ধনা
যুব মহিলালীগ সভাপতি ডেইজিকে গণ সংবর্ধনা
কাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
প্যারিসে পঞ্চ কবির স্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত
প্যারিসে পঞ্চ কবির স্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত
প্যারিসে গার দো নর্দ রেল স্টেশনে ছুরি হামলা, বেশ কয়েকজন আহত
প্যারিসে গার দো নর্দ রেল স্টেশনে ছুরি হামলা, বেশ কয়েকজন আহত
ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিএনপির মানববন্ধন
ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিএনপির মানববন্ধন
প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের পরিচিতি সভা অনুষ্ঠিত
প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের পরিচিতি সভা অনুষ্ঠিত
ফ্রান্সে পরিবার পুনর্মিলন দ্রুত ও সহজকরণে বাংলাদেশিদের আন্দোলন
ফ্রান্সে পরিবার পুনর্মিলন দ্রুত ও সহজকরণে বাংলাদেশিদের আন্দোলন
ফ্রান্সে এফসি  প্যারিস ক্রিকেট ক্লাবের আনন্দ আড্ডা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত
ফ্রান্সে এফসি প্যারিস ক্রিকেট ক্লাবের আনন্দ আড্ডা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত
সাংবাদিক মিনহাজের পিতার ইন্তেকাল , জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক
সাংবাদিক মিনহাজের পিতার ইন্তেকাল , জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক
সিলেটে বন্যার্তদের মাঝে প্যারিসের যুব কাউন্সিলর নয়ন এনকে’র ত্রাণ বিতরণ
সিলেটে বন্যার্তদের মাঝে প্যারিসের যুব কাউন্সিলর নয়ন এনকে’র ত্রাণ বিতরণ
ফ্রান্ক –  বাংলা ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যালে সুরের মূর্ছনায় ভাসলো বাংলাদেশীরা
ফ্রান্ক – বাংলা ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যালে সুরের মূর্ছনায় ভাসলো বাংলাদেশীরা
খালেদা জিয়ার রোগমুক্তিতে ফ্রান্সে স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তিতে ফ্রান্সে স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখার কমিটি পুনর্গঠিত
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখার কমিটি পুনর্গঠিত
২৬শে জুন প্যারিস  কনসার্টে জেমস
২৬শে জুন প্যারিস কনসার্টে জেমস

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top