ফ্রান্সে তুলুজের মেয়রকে সম্মাননা
প্রকাশিত হয়েছে : ১০:১৭:৫৬,অপরাহ্ন ১০ অক্টোবর ২০২৪ | সংবাদটি ২৩ বার পঠিত
এনায়েত হোসেন সোহেল , প্যারিস :
ফ্রান্সে প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মানে অনবদ্য ভূমিকা রাখায় ইউরোপের পিন্ক সিটিখ্যাত তুলুজের মেয়র জঁ লুক মদেনককে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের পক্ষ থেকে তুলুজ মেরীর মর্যাদা পূর্ণ রেড হলে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় মেরীর অন্যান্য কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশী বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্রান্স ও বাংলাদেশীদের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো দৃঢ় করতে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিমের নেতৃত্বে ফ্রান্সে স্থায়ীভাবে শহীদ মিনার স্থাপনের উদ্যোগ নেন।
এরই প্রেক্ষিতে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম শেষে ২০২১ সালে তুলুজের প্রাণকেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে স্থায়ীভাবে শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।
আর এই স্থায়ী শহীদ মিনার নির্মানে অনবদ্য অবদান রাখায় তুলুজের মেয়র জঁ লুক মেদনক,আয়েবা মহাসচিব কাজি এনায়েত উল্লাহ ইনু ও ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের অ্যাডমিনিস্ট্রেটিভ জানা মার্টিনকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্টানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তুলুজের ডেপুটি মেয়র জিল্লালি লাহিয়ানি, মি: ক্যান্টন হেনরি কস্তা, প্যারিস বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমদ , এসিবিটিএফ এর সহ সভাপতি রেজাউল হক খান,ফিরোজ আলম মামুন,সংগঠনের সাধারণ সম্পাদক শাকের চৌধুরী, সংগঠনের কোষাধ্যক্ষ মি: ক্যান্টন হেনরি কস্তা,সহকারী কোষাধ্যক্ষ নুরুল ইসলাম কামাল,সাংস্কৃতিক সম্পাদক মি: রিকি পি রোজারিও ,সম্মানিত সদস্য তপাদার কাশেম,তায়েব রনিসহ অনেকে ।
পরে অতিথিবৃন্দ ফ্রান্সে স্থায়ীভাবে শহীদ মিনারের পাদদেশে মহান ভাষা আন্দোলনে সকল শহীদানের প্রতি শ্রদ্ধাঙ্গ অর্পণ করেন।