জমকালো আয়োজনে শুক্রবার পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসের
প্রকাশিত হয়েছে : ১০:৪৫:১৮,অপরাহ্ন ২৫ জুলাই ২০২৪ | সংবাদটি ৩৯ বার পঠিত
এনায়েত হোসেন সোহেল , প্যারিস :
জমকালো আয়োজনে আগামীকাল শুক্রবার বিকালে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসের ।
প্রথমবারের মতো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে স্টেডিয়ামের বাইরে সিন নদীর তীরে। মহাযজ্ঞের উদ্বোধন ঘিরে মহাআয়োজনই বটে।
২০৬ টি দেশের প্রায় সাড়ে দশ হাজার এতলেট অংশ নিবেন তাদের শ্রেষ্টত্ব প্রমানের ।
অপেক্ষার প্রহর ফুরুচ্ছে এতলেটদের । বছরের পর বছর এই একটি গেমসে অংশ নিতে নিরলস অধ্যাবসায় করতে হয় ক্রীড়াবিদদের । এবার ৩২টি ডিসিপ্লিনে ৩২৯টি ইভেন্টে পদকের জন্য লড়বেন তারা । ৩৫টি ভেন্যুতে হবে গ্রেটেস্ট শো আর্থের আয়োজন ।
প্যারিস অলিম্পিকের মূল থিম- গেমস ওয়াইড ওপেন। আর এটি সামনে রেখেই অনেক নতুনত্বে বিশ্বের সেরা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। সিন নদীর তীরে মহাআয়োজন। বর্ণাঢ্য অনুষ্ঠান ঘিরে সিন নদীও সেজেছে নতুনভাবে।
৬-৭ হাজার অ্যাথলেট আইফেল টাওয়ারের পাশের অস্টারলিটজ সেতু থেকে নৌকা ও বার্জে করে সিন নদীর ৬ কিলোমিটার পাড়ি দেবেন। বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে এই আয়োজন উপভোগ করবেন প্রায় ৫ লাখের বেশি দর্শক। টিকিট ছাড়াও, আশপাশের ভবনের বারান্দা থেকেও বিনা মূল্যে উপভোগ করা যাবে এ অনুষ্ঠান।
প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সাজানো হয়েছে প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলির পরিকল্পনায়।
জানা যায়, পুরো অনুষ্ঠানটিকে ১২টি ভাগে ভাগ করা হয়েছে। যেখানে মোট তিন হাজার নৃত্য ও সংগীতশিল্পী এবং বিনোদনকর্মী অংশ নেবেন।
ফ্রান্সের স্থানীয় সময় বিকেল থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠানের। চলবে চারঘণ্টা। দিনের আলোয় আয়োজন শুরু হলেও অনুষ্ঠানের শেষ অংশ ফ্রান্সের গোধূলিবেলায়। প্যারিসের অপরূপ সূর্যাস্তের মুহূর্তও প্রাণভরে উপভোগ করতে পারবেন দর্শকরা।
উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণীয় একটি অংশ হতে পারে সিন নদীতে সাবমেরিন ভেসে ওঠা।
উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তায় থাকছে প্রায় ৪৫ হাজার নিরাপত্তাকর্মী।