প্যারিসে স্বরলিপি শিল্পীগোষ্ঠীর বৈশাখী উৎসব
প্রকাশিত হয়েছে : ৪:৪১:২৯,অপরাহ্ন ১৯ জুন ২০২৩ | সংবাদটি ৪১১ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী উৎসব ও বাংলার মেলা। শনিবার ঐতিহাসিক জুরেস প্রাঙ্গণে দিনব্যাপী বিশাল এই আয়োজন করা হয়।
স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্স আয়োজিত অনুষ্ঠান দুপুর থেকে জনসমাগম শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত বিপুল সংখ্যক বাংলাদেশিদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
রঙ বেরঙের ফেস্টুন আর নানা সাজে আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে মেলার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে একে একে সংগঠনের শিল্পীরা নাচ, গান, নৃত্য, দলীয় সংগীত দর্শকদের প্রাণচঞ্চল করে তোলেন।
সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলীর উপস্থাপনায় আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীদের পরিবেশনা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ এবং অতিথি শিল্পী আগুন ও লুইপা দর্শকদের তাদের সুন্দর পরিবেশনায় মাতিয়ে রাখেন শেষ পর্যন্ত।
চমৎকার আবহাওয়া এবং খোলা পরিবেশে এই ধরনের একটি মেলার আয়োজনে প্যারিসের দর্শকরা সত্যিই আনন্দিত হয়ে মেলাটি সম্পূর্ণ উপভোগ করেছেন।
মেলায় অন্যান্য আকর্ষণের মধ্যে ছিল দেশীয় পণ্যের স্টল ও ঐতিহ্যবাহী খাবারের দোকানগুলোয়।