প্যারিসে বাংলাদেশি সংস্কৃতির প্রসারে ‘বাণিজ্য মেলা ও ঈদবাজার’
প্রকাশিত হয়েছে : ২:১৪:৩৬,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০২৩ | সংবাদটি ২৩৮ বার পঠিত
শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স) :
ফ্রান্সে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রসার ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশীয় সংস্কৃতির মিশেলে ‘বাণিজ্য মেলা ও ঈদবাজার’ অনুষ্ঠিত হয়েছে।
সলিডারিতে আঁজি ফ্রান্স (সাফ)’র উদ্যোগে রবিবার (১৬ এপ্রিল) প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে আয়োজিত এ বাণিজ্য মেলা ও ঈদবাজার অনুষ্ঠিত হয়।
ঈদের আবহ ছড়িয়ে দিতে পণ্য বিক্রি করা বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা ও প্রবাসীদের মিলনমেলায় ভরে ওঠে রিপাবলিক চত্বর।
অনুষ্ঠিত এ মেলায় বাংলাদেশি ২৫ টি ব্যবসা প্রতিষ্ঠানসহ বিদেশি তিনটি প্রতিষ্ঠানের স্টল স্থান পায়। যেখানে শিশু-কিশোর, নারী, পুরষের পোশাকের পাশাপাশি ছিল গয়না, প্রসাধনীসহ রকমারি পণ্য।
আয়োজকরা জানান, প্রচারের তুলনায় বেশ সাড়া পেয়েছেন তারা। বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন উদ্যোক্তারা।
মেলার আয়োজক সাফ’র প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, ‘ঈদকে সামনে রেখে স্বদেশীদের হাতে দেশীয় পণ্য তুলে দেয়া এবং উদ্যোক্তা সৃষ্টি ও প্রসারের লক্ষেই মূলত এ মেলার আয়োজন। তিনি বলেন- বাংলাদেশিদের পাশাপাশি ফ্রান্সে বসবাসরত বিভিন্ন দেশের মানুষের নিজস্ব সংস্কৃতির আদান-প্রদান ও মেলবন্ধনকে আরো সূদৃঢ় করার প্রয়াস নিয়েই মূলতঃ আমাদের এই উদ্যোগ।
সরেজমিন মেলার বিভিন্ন স্টল পরিদর্শনকালে একাধিক উদ্যোক্তারা বলেন, ‘যথেষ্ট সাড়া পেয়েছি। প্রবাসীরা মেলায় এসেই দেশী পণ্য খুঁজে নিয়েছেন।’
মেলায় আগত বাংলাদেশি দর্শনার্থীরা জানান, ‘পরবাসে কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে কখন ঈদ আসে, কখন ঈদ চলে যায় দেশীয় আবহে তা উপলব্ধি করার সুযোগ হয়ে ওঠে না। এ মেলার ফলে ঈদের পূর্ব মুহূর্তে একটা ভিন্নমাত্রার ঈদের আমেজ অনুভব করছি। একইসঙ্গে ফ্রান্সের সংস্কৃতির এবং বাংলাদেশের সংস্কৃতির বিনিময়ের অভিনব চর্চা এ মেলায় আমরা দেখতে পেরেছি।’
দর্শনার্থীরা সুন্দর এ আয়োজনের জন্য মেলার আয়োজক ‘সলিডারিটি আঁজি ফ্রান্স’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মেলায় আগত দর্শনার্থী তিশা বলেন, সত্যিই অসাধারণ; সবার উপস্থিতিতে মনেই হচ্ছে না প্রবাসের মাটিতে দাঁড়িয়ে আছি। এ যেন আমাদের নাঁড়িপোতা একখণ্ড বাংলাদেশ।
মেলার ভূয়সী প্রশংসা করে আয়োজক সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে ফ্রান্স-বাংলাদেয় বিজেনেস ফোরামের সাধারণ সম্পাদক ও সংস্কৃতিজন শুভ্রত ভট্টাচার্য শুভ বলেন, নিঃসন্দেহে এ আয়োজন আমাদের আগামী প্রজন্মের পাথেয় হয়ে থাকবে। বিশেষ করে নারীরা যে চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ না থেকে আবহমান বাংলার প্রচলিত শৃঙ্খল ভেঙে নিজের পরিবার এবং সমাজে অবদান রাখতে পারে এই মেলায় তার একটি অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, সর্বোপরি এই মেলাকে ঘিরে প্রবাসের মাটিতে বাংলাদেশের একটা মিলনমেলায় পরিণত হয়েছে।
এদিকে বিকালে মেলা পরিদর্শন করেন ফ্রান্স পার্লামেন্টের এমপি ড্যানিয়েল ওবোনো, প্যারিস ১৮-এর কাউন্সিলর আনজুমানে সিসোক, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, এ্যাসাইলাম এন্ড ইমিগ্রান্ট সলিউশন সংস্থা (AISA)-এর পরিচালক উবায়দুল্লাহ কয়েছ, কবি ও ছড়াকার লোকমান আহম্মদ আপন, প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সাবেক সভাপতি ও তৃতীয় বাঙলা ডটকম’র সম্পাদক এনায়েত হোসেন সোহেল প্রমুখ।
এসময় ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টালসহ ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।