প্যারিসের পখ দো পারিতে ফুড এভিনিউয়ের আনুষ্ঠানিক যাত্রা
প্রকাশিত হয়েছে : ৭:১৫:০৭,অপরাহ্ন ১১ মার্চ ২০২৩ | সংবাদটি ১০৩৪ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
প্যারিসে সম্পুর্ণ বাঙালী মালিকানাধীন নতুন রূপে নতুন সাজে বাঙালী খাবারের পসরা নিয়ে যাত্রা শুরু করেছে ফুড এভিনিউ ।
বৃহস্পতিবার বিকেলে সেন্টডেনিসের পখ দো পারিতে প্রবাসী বাংলাদেশীদের সরব উপস্থিতিতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠানটির কর্নধার সরফ সদিউলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সেন্টডেনিস তাওহীদ মসজিদের ইমাম ও খতিব হাফিজ আহমদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , দেলওয়ার হোসেন ,গীতিকার ফরিদুজ্জামান ফরিদ,কবি রুবেল আহমদ, সুহেল আহমদ,মাসুদ আহমদ,শিব্বির চৌধুরী ,কামরুজ্জামান,হাবিব আহমদ, মস্তাক আহমদ,জাকারিয়া আহমদ,কামাল মিয়া,কাউসার আহমদ,জাহিদ আহমদ,জালাল আহমদ ও মইন আহমদ প্রমুখ।
এ সময় আমন্ত্রিত অতিথিরা বলেন,ফ্রান্সে দিন দিন বাংলাদেশীদের সংখ্যা বাড়ছে। কিন্তু গুনগত সে পরিমান খাবারের প্রতিষ্ঠান বাড়ছেনা।এসকল বিষয় মাথায় রেখে ফুড এভিনিউয়ের কার্যক্রম শুরু হয়েছে।
তাছাড়া ফুড এভিনিউতে রয়েছে জন্মদিন,বিবাহ বার্ষিকী কিংবা যে কোন ধরনের পার্টি করার সুব্যবস্থা ।
অতিথিরা বিদেশের বুকে বাংলাদেশী এ প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।