প্যারিসে এসএ ওয়ার্ল্ডের আনুষ্ঠানিক উদ্ভোধন
প্রকাশিত হয়েছে : ৪:৫৪:১৩,অপরাহ্ন ০৩ এপ্রিল ২০২৩ | সংবাদটি ২৮৭ বার পঠিত
সুফিয়ান আহমদ ,প্যারিস :
ফ্রান্সে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান এস এ ওয়ার্ল্ডের নতুন ব্রাঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে প্যারিসের রুই দ্যা লাফায়াতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এ প্রতিষ্ঠানের উদ্বধোন করা হয়।
প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ও ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত ফিতা ও কেক কাটা অনুষ্ঠানে তরুণ উদ্যেক্তা সাব্বির আহমদের পরিচালনায় এ সময় সম্মানিত অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী,ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী শাহ আলম, সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ,জেএমজি কার্গো ফ্রান্সের পরিচালক দাতো এবাদত হোসেন,এ আইসার পরিচালক উবায়দুল্লাহ কয়েস,বাংলা ইকুলের পরিচালক হোসাইন আহমদ,বিডি ফার্নিচারের পরিচালক মাসুদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্রান্সে ধীরে ধীরে বাংলাদেশিদের সংখ্যা যেমন বেড়ে চলেছে তেমনি তাদের চাহিদা পূরণে ব্যবসা প্রসার বেড়ে চলেছে। ভিন্ন ভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় এস এ ওয়ার্ল্ড তার সুনাম অক্ষুন্ন রাখবে।
হাফিজ রইস উদ্দিনের তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন,ফরিদ আহমদ, শাহ আলম মায়া ,লোকমান হোসাইন ,লাইস আহমদ,তোফায়েল আহম্মদ,বদরুল আলম,সায়েম আহমদ,জাহেদ আহমদ,কয়েস আহমেদ প্রমুখ।
পরে প্রতিষ্ঠানটির শুভ কামনায় ফিতা ও কেক কাটা এবং ইফতার মাহফিলে অতিথিরা অংশগ্রহণ করেন।