ফ্রান্সে গোলাপগঞ্জ উপজেলা প্যানেল চেয়ারম্যান নাজিরা শীলা সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ৩:৩২:৪৯,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ৭০৬ বার পঠিত
আব্দুর রহমান :
ফ্রান্সে ইউরোপে সফররত গোলাপগঞ্জ উপজেলার প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা যুব মহিলা লীগের সভাপতি নারী নেত্রী নাজিরা বেগম শীলাকে সংবর্ধনা প্রাদান করা হয়েছে।
রবিবার স্থানীয় সময় বিকালে প্যারিসের ক্যাথসীমাস্থ কুটুমবাড়ি রেস্টুরেন্টে ফ্রান্সে বসবাসরত প্রবাসী গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দে উপস্থিত ছিলেন।
প্রবিন ব্যক্তি আব্দুল মালিক মানিকের সভাপতিত্বে ও লিগেল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়ার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি ওয়াহিদ বার তাহের,বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ,জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক আলী হোসেন,কুমিল্লা সমিতি ফ্রান্সের সাধারণ সম্পাদক নাসির আহমদ,কমিউনিটি নেতা মাহবুবুল হক কয়েস,ব্যবসাী হাজী কাওসার আহমেদ ,গৌছ উদ্দিন,জিল্লুর রহমান,বিলাল উদ্দিন ,শাহ আলম,সজিব আলী ও লুৎফর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘিরঘাট ট্রস্ট ফ্রান্সের অর্থ সম্পাদক আব্দুল করিম,গৌছ উদ্দিন ,আমিন আহমদ,বেলাল উদিদন,জালাল উদ্দিন,আব্দুল হান্নান,সজিব মিয়া,মুজিব মিয়া,আপ্তাব উদ্দিন,মৌলানা আব্দুল হামিদ,ফখরুল ইসলাম,আলম উদ্দিন,জিল্লুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নারী নেত্রী নাজিরা শীলার বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করে বলেন,বাংলাদেশের আর্তসামাজিকতার প্রেক্ষাপটে বার বার নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে তিনি গোলাপগঞ্জ তথা সিলেটের মা মাটি ও জনগণের কল্যানে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তা অতুলনীয়।
আগামীতে এ যাত্রা অটুট রাখতে প্রবাসীদের সর্বাত্বক সহযোগিতা থাকবে।
বক্তারা আগামী সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে তাঁকে দেখতে চান বলে অভিমত ব্যাক্ত করেন।
পরে প্রবাসী গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে নাজিরা বেগম শীলাকে ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন আয়োজকরা।একই সাথে নাজিরা বেগম শীলার দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যানে দোয়া অনুষ্টিত হয়। মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আব্দুস শহিদ ।