বর্ণাঢ্য আয়োজনে প্যারিসে সহিদ-ছাইম ফুটবল টুর্নামেন্টে বৈরাগীবাজার চ্যাম্পিয়ন
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:০৫,অপরাহ্ন ২৮ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ৭১৭ বার পঠিত
শাবুল আহমেদ, প্যারিস থেকে
বর্ণাঢ্য আয়োজন আর জাঁকজমকের মধ্যে দিয়ে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে আব্দুস সহিদ-ছাইম উদ্দিন ফুটবল টুর্নামেন্ট-২০২১ সম্পন্ন হয়েছে। রবিবার দিনব্যাপী প্যারিসের সেভরন লিভরি মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় বৈরাগীবাজার ফুটবল একাদশ বিয়ানীবাজার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ।
দিনব্যাপি অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বৈরাগীবাজার ফুটবল একাদশ বিয়ানীবাজার , গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব-ফ্রান্স, হবিগঞ্জ এসোসিয়েশন ইন ফ্রান্স ফুটবল দল, বাংলাদেশ ইলেভেন স্টার ফুটবল ক্লাব অংশগ্রহণ করে।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফ্রান্স প্রবাসী প্রবীণ মুরব্বি আবুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী শাহ জামাল।
আমন্ত্রিত অতিথি ছিলেন, বিকশিত নারী সংস্থা ফ্রান্স শাখার প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদ সাহেদ আলী, বিশিষ্ট মুরব্বি নাসির উদ্দিন দলা, মনাই মিয়া, মুসলিম উদ্দিন, মুজিবুর রহমান, প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি এনায়েত হোসেন সোহেল, আয়োজিত টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আব্দুস সহিদ, ছাইম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব-ফ্রান্সের সভাপতি গিয়াস উদ্দিন খান, হবিগঞ্জ এসোসিয়েশন ইন ফ্রান্স ফুটবল দলের প্রতিনিধি হক রুবেল, ক্রীড়ানুরাগী রেজাউল করিম লিটন ও আকমল হোসেন প্রমুখ ।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি তুতিউর রহমান তোতা।এ সময় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনালে হবিগঞ্জ এসোসিয়েশন ইন ফ্রান্স ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী শিরোপা অর্জন করে বৈরাগীবাজার ফুটবল একাদশ।
খেলা পরিচালনা কমিটির সদস্য হেলাল মোহাম্মদের উপস্থাপনায় অনুষ্ঠানে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারে ভূষিত হন তুহিন খান এবং যৌথভাবে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন রায়হান আহমদ ও লিটন।
খেলার প্রথম পর্বে গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব-ফ্রান্সের মুখোমুখি হয় হবিগঞ্জ এসোসিয়েশন ইন ফ্রান্স ফুটবল দল। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হলে ট্রাইবেকারে হবিগঞ্জ এসোসিয়েশন ইন ফ্রান্স ফুটবল দল জয় লাভ করে।
পরে বৈরাগীবাজার ফুটবল একদশ ও বাংলাদেশ ইলেভেন স্টার ফুটবল ক্লাবের মধ্যকার খেলায় বৈরাগীবাজার ফুটবল একাদশ ৩-০ গোলে জয় লাভ করে।
চূড়ান্ত পর্বের ফাইনালে হবিগঞ্জ এসোসিয়েশন ইন ফ্রান্স ফুটবল দলকে ৫-২ গোলে পরাজিত করে শিরোপা জিতে বৈরাগীবাজার ফুটবল একাদশ।
পর্যায়ক্রমে খেলা পরিচালনা করেন ছাইম উদ্দিন, শামিম আহমদ, ফখরুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল হক, আজহার হোসেন লিমন ও জাকারিয়া আহমদ।
খেলার পুরো সময় দর্শক এবং সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে সেভরন লিভরি স্টেডিয়ামের গ্যালারি।