প্যারিসে গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব ফ্রান্সের ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৮:০৫:৪৩,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০২৩ | সংবাদটি ১৮৫ বার পঠিত
সুফিয়ান আহমদ ,প্যারিস :
প্যারিসে গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব ফ্রান্সের উদ্যোগে ইসলামিক গজল সন্ধ্যা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সেন্টডেনিসের স্থানীয় একটি হলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ক্রীড়ামোদীদের সরব উপস্থিতিতে এ অুষ্টান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরুল ইসলাম এবং সাঈদ আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসার পরিচালক ওবায়দুল্লাহ কয়েস।
গজল সন্ধ্যায় গজল পরিবেশন করেন জনপ্রিয় ইউটিউবার সুফিয়ান বিন এনাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথিহিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা গৌছ মিয়া,হাজি কাওছার আহমদ,গোলাপগঞ্জ হেল্পিং এন্ড হ্যান্ডস ফ্রান্সের সভাপতি আমিনুর রহমান ,লিগেল এইডের পরিচালক আজাদ মিয়া,বৈরাগীবাজার সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা নাসির উদ্দিন দলা, শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্সের সভাপতি ফয়সল উদ্দিন, সাহেল আহমদ,বিলাল উদ্দিন,মাহবুবুল হক কয়েস,জিল্লুর রহমান,লাল মিয়া,সাকিল আহমদ,সাত্তার আহমদ,জাকির হোসেন প্রমুখ।
পরে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া পরিচালনা করেন মাওলানা সাজু আহমদ।