গোলাম কিবরিয়া সম্মাননা গ্রন্থ ‘উৎসারিত আলো’র প্রকাশনা অনুষ্ঠান বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ৩:২১:০৩,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৪৮৪ বার পঠিত
শাবুল আহমেদ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-সিলেটের সাবেক চেয়ারম্যান ও পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার তথা পঞ্চখণ্ডের শিল্প-সংস্কৃতি, রাজনীতি জগতের অন্যতম অগ্রণী ব্যক্তিত্ব অধ্যাপক একেএম গোলাম কিবরিয়াকে নিয়ে প্রকাশিত হয়েছে সম্মাননা গ্রন্থ ‘উৎসারিত আলো’।
সাংবাদিক ও গবেষক আজিজুল পারভেজ সম্পাদিত এ গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশনা আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, বিকেল ২ টায় বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেটের উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।
বিশেষ অতিথি থাকবেন, মদন মোহন কলেজ-সিলেটের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসুমী মাহবুব।
এ অনুষ্ঠানে সবার সানন্দ উপস্থিতি কামনা করেছেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাহেদ আহমদ।