অনিবন্ধিত আইপি টিভি, পোর্টাল বন্ধে হাইকোর্টের রুল
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:১২,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ৩৫৪ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
অনিবন্ধিত আইপি টিভি, নিউজ পোর্টাল এবং অনলাইন ভিত্তিক সংবাদ-বিনোদন মাধ্যম বন্ধে সরকারের প্রতি রুল জারী করেছেন হাইকোর্ট। গত ১লা সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ রুল জারী করেন। রুলে সরকারকে ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দেয়া হয়েছে।
সিলেট জেলার বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম বাদী হয়ে রীটটি (নং ৬৭৯৮) আদালতে দাখিল করেন। বাদীপক্ষে শুনানী করেন এডভোকেট সৈয়দা রফিকা খাতুন ও এডভোকেট নাজমুল হক। রীটে তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, র্যাব মহা-পরিচালক ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
এর আগে অনিবন্ধিত আইপি টিভি, নিউজ পোর্টাল ও অনলাইন ভিত্তিক সংবাদ-বিনোদন মাধ্যম বন্ধ এবং শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সুনির্দিষ্ট কয়েকটি প্রস্তাবনা উল্লেখ করে সংশ্লিষ্টদের কাছে লিখিত আবেদন করেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম।
এদিকে পুলিশের আইজি এবং র্যাব মহাপরিচালকের কাছে অনিবন্ধিত আইপি টিভি, নিউজ পোর্টাল এবং অনলাইন ভিত্তিক সংবাদ-বিনোদন মাধ্যম বন্ধে পৃথক লিখিত আবেদন করেছেন দৈনিক ইত্তেফাকের বিয়ানীবাজার প্রতিনিধি আব্দুল খালিক। পরবর্তী সময়ে তিনিও হাইকোর্টে রীট পিটিশন দায়ের করবেন বলে জানান।