এতদিন বিএনপি করে ভুল করেছি
প্রকাশিত হয়েছে : ৬:২৭:২৯,অপরাহ্ন ৩০ জুন ২০১৮ | সংবাদটি ১৮৪ বার পঠিত
নিউজ ডেস্ক:: ভৈরবের গজারিয়া ইউনিয়নে ২ শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার বিকেলে এ উপলক্ষে ইউনিয়নের বাশঁগাড়ী এলাকার কোনাবাড়ী মাঠে এক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ মিয়া।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সায়দুল্লাহ মিয়া, ভৈরব পৌরসভার মেয়র ফখরুল আলম আক্কাছ, জাহাঙ্গীর আলম সেন্টুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে অানুষ্ঠানিকভাবে বিএনপি নেতা ৯নং ওয়াডের সহ-সভাপতি ওমর আলী, যুবদল নেতা নবী হোসেন, আক্কাছ মিয়া, শের আলী, মুক্তার মিয়া, আবুবকরসহ প্রায় ২ শতাধিক বিএনপি নেতা আওয়ামী লীগে যোগদান করেন। স্থানীয় বিএনপির নেতারা এসময় বলেন, আমরা এতদিন বিএনপি করে ভুল করেছি। তাই ভুল বুঝতে পেরে তারা আওয়ামী লীগে আজ যোগদান করেন বলে জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া বলেন, এসব নেতারা যখন তাদের ভুল বুঝতে পেরেছে তাই তাদেরকে আওয়ামী লীগে আসার সুযোগ করে দেয়া হল।