ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিএনপির মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৪:৪৩:৩৪,অপরাহ্ন ২৭ ডিসেম্বর ২০২২ | সংবাদটি ২৭৭ বার পঠিত
শিব্বির আহমদ :
ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।সোমবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি এবং বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার, সভা-সমাবেশে বাধা, বিদেশে অর্থ পাচার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফ্রান্স বিএনপির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনকালে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
ফ্রান্স শাখা বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ তাহেরের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ সভাপতি রুহুল আমিন আব্দুল্লাহ, মাহবুব আলম রাঙ্গা, মমতাজ আলো , রফিকুল ইসলাম জুয়েল, রশিদ পাটোয়ারী, প্রফেসর তসলিম , যুগ্ম সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, জুনায়েদ আহাম্মেদ, সৈয়দ জালাসুজ্জামান জালাস, সিরাজুল ইসলাম মিসবা,শিক্ষাবিষয়ক সম্পাদক আহাম্মেদ মালেক, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদুর ইসলাম শিপার, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক আব্দুর রহিম মিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম টিটু, সহ সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, বাণিজ্যবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, সহপ্রচার সম্পাদক ফরিদ আহমেদ রনি, সহক্রীড়াবিষয়ক সম্পাদক আব্দুর রব রানা, তানভীর আহমেদ তুহিন, তত্ত্ব ও গবেষণাবিষয়ক সম্পাদক কিরণ আহমেদ, সহসাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক রোবেল আহমেদ; সদস্য তকবির আলী, সাইফুল ইসলাম, ফয়সাল আহমেদ, নান্টু দাস, মুহিব আহমেদ, তুহিন চৌধুরী জাহাঙ্গীর আলম মিলন, ফরিদ মিয়া, সজীব, মহসিন মিজা সুমন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন , বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চাই।‘মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে হয়রানি করা হচ্ছে। তার অপরাধ কেবল জনপ্রিয়তা। সুষ্ঠু নির্বাচন হলে খালেদা জিয়া আবার দেশের প্রধানমন্ত্রী হবেন— এই আতঙ্কে ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতাসীন অবৈধ সরকার তাকে জেলে পুরেছে। আমরা শক্তি প্রয়োগ নয়; জনতাকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত ও অবরুদ্ধ গণতন্ত্র পুনরায় উদ্ধার করবো।’