বিয়ানীবাজারে সাংবাদিকদের সাথে সিলেট -৬ আসনে এমপি প্রার্থী এলিম চৌধুরীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২:৫৬:১১,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ২৩৭ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অন্যান্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে সিলেট – ৬ (,গোলাপগঞ্জ -বিয়ানীবাজার) আসনে এমপি প্রার্থী এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুর শাফি চৌধুরী এলিমের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিয়ানীবাজার প্রেসক্লাবের আয়োজনে রবিবার সন্ধ্যায় পৌরশহরের রয়েল স্পাইসি রেস্টুরেন্টের বলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজিব ভর্ট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামের পরিচালনায় এ সময় এমপি প্রার্থী মন্জুর শাফি চৌধুরী এলিম বলেন,বিয়ানীবাজার-গোলাপগঞ্জে অবকাঠামোগত কাংখিত উন্নয়ন হয়নি। বিশেষ করে রাস্তাঘাট ভাঙ্গাচুরা থাকায় মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হলে এই আসনের সবধনের উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। তবে বর্তমান সংসদ সদস্যও যথেষ্ট উন্নয়ন সাধিত করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য এই প্রার্থী জানান, যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, প্রবাসীদের স্বার্থের বিষয়টি বিবেচনায় নেয়া, কৃষি আবাদ বৃদ্ধি, নিজ নির্বাচনী এলাকাকে শিল্পোন্নত এলাকা হিসেবে গড়ে তোলা, এলাকাভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং শিক্ষা বিস্তারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। তিনি আরো বলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে সাধারণ মানুষ তাকে গ্রহণ করেছে। আর এই সময়ের মধ্যে তিনি মানুষের কাছে পৌছাঁতে পেরেছেন। এই আসনের মানুষ পরিবর্তন চায় বলেও দাবী করেন তিনি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ কি চায়, তা বুঝতে হবে। এই জনপদের মানুষকে ভালোবাসা দিয়ে কাছা টানা যায়। বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে কি কি সমস্যা আছে জানতে চাইলে তিনি বলেন, এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করার উদ্যোগ নেয়া হবে। যে এলাকায় যেমন সমস্যা সেই এলাকায় তা দূর করতে অগ্রাধিকার দেয়া হবে। এসময় তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন ।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ জাকির হোসেন ,গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী রিপন, সদস্য মহসিন মজনু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলার রুহিন আহমদ খান,বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান,প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ।