প্যারিসের গার দো নর্দে কাচ্চি হাউস পরিদর্শনে ক্রিকেটার সাব্বির রহমান
প্রকাশিত হয়েছে : ১২:১৭:২০,অপরাহ্ন ০৫ মার্চ ২০২৩ | সংবাদটি ৯৯৭ বার পঠিত
শিব্বির আহমদ , প্যারিস :
বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান প্যারিসের বাঙালী পাড়া খ্যাত গার দো নর্দের কাচ্চি হাউস পরিদর্শন করেছেন।
শুক্রবার বিকেলে তিনি ফ্রান্স সফরকালে জনপ্রিয় খাবারের এ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
কাচ্চি হাউস পরিদর্শন শেষে তিনি বলেন, আবহকাল থেকে বাংলাদেশের রসনা বিলাসের ব্যাপক সুনাম রয়েছে। বর্তমানে দেশের গন্ডি পেরিয়ে প্রবাসেও দিন দিন এর সু-খ্যাতি বৃদ্ধি পাচ্ছে। প্যারিসের বাঙালীপাড়া খ্যাত গার দো নর্দে অবস্থিত কাচ্চি হাউসের খাবারমান অনেক উন্নতমানের। খাবার পরিবেশন শেষে আমার কাছে মনে হযেছে এ প্রতিষ্ঠান পুরান ঢাকার বিরিয়ানি দোকান গুলোকে হার মানিয়েছে। খাবার মানের এ ধারা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি সাফল্য অর্জন করবে।
তিনি প্রতিষ্ঠানটির উদ্যোগতাদের অভিনন্দন জানান এবং প্রবাসী বাংলাদেশীদের একবার হলেও এর মান যাচাই ও সহযোগিতার আহ্বান জানান।
পূর্বনির্ধারিত আয়োজনে বাংলাদেশের হার্ডহিটার ব্যাড্সম্যান ক্রিকেটার সাব্বির রহমান কাচ্চি হাউসে আগমন প্রাক্কালে এ সময় প্রতিষ্টানের কর্নধাররা তাঁকে স্বাগত জানান।
সাব্বির রহমানে বিপুল সংখ্যক ফ্যানদের উদ্দিপনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর কৌশিক রাব্বানী , অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এনায়েত সোহেল সোহেল ,জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক আলী হোসেন,প্রতিষ্টানের কর্ণধার ইব্রাহীম ভুইয়া,রিমন খন্দকার , বিলাল হোসেন, জসিম মিয়া,নাবিল আহমদ,ইয়ামিন ,মাহাফুজ আহমদ,বশির ,হাসান আহমদ,সোহেল আহমদ,শাহ আলম,মাহবুবুর রহমান,হাবিব আহমদ,রিমন,ইমন ও মাহবুব প্রমুখ।