করোনার কারণে রোদের তাপ থেকে বঞ্চিত ফরাসিরা
প্রকাশিত হয়েছে : ৩:৪৬:১১,অপরাহ্ন ০৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ২৯৯ বার পঠিত
শাহ সুহেল আহমদ, ফ্রান্স থেকে
ফ্রান্সে একটানা প্রচণ্ড ঠাণ্ডা শেষে এপ্রিলের শুরু থেকে ঝকঝকে রোদের দেখা মেলে। এ সময়ের সূর্যের তাপটা বড়ই আকাঙ্ক্ষিত ইউরোপিয়ান বিশেষত ফরাসীদের কাছে।
ফরাসীরা এ সময়ে ছুটির দিনটাকে দারুণভাবে উপভোগ করে আসছে বরাবরই। কিন্তু এবার করোনার ভয়াল থাবায় সে উপভোগ তো দূরে থাক, ভীতিকর এক নিরবতা বিরাজ করছে ফ্রান্সের চারদিকে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। দীর্ঘদিনের লকডাউনের কারণে মানসিক-শারীরিক চাপ ভর করলেও অতি জরুরি কাজ ছাড়া কেউ বেরুচ্ছে না।
সাধারণত ইউরোপিয়ানরা কাজপ্রিয় মানুষ। ছোট বড় বৃদ্ধ, সবাই কাজের মাঝে থাকতেই ভালবাসে। সেসব কর্মচঞ্চল মানুষগুলো এখন কেমন আছে? খবর নিতে গিয়ে জানা গেল, তারা থেমে নেই কেউই। মানসিক চাপ কমাতে তাদের বেশিরভাগই ঘরের অভ্যন্তরীণ কাজে ব্যস্ত হয়েছেন। কেউবা ছবি আঁকছেন আবার কেউবা গান শিখছেন। বিভিন্ন কারণে অনেক ফরাসী সন্তানদের সময় দিতে পারেন না। এখন সেই শূন্যতাকে মোক্ষম সময় হিসেবে সন্তানদের পর্যাপ্ত সময় দিচ্ছেন, খেলছেন তাদের সঙ্গে।
আবার কেউ কেউ জানালেন- তারা দৈনিক ২৪ ঘণ্টার একটা রুটিন করে নিয়েছেন এবং একদম রুটিন মাফিক সময় পার করছেন। এতে যেমন দিন চলে যাচ্ছে, তেমনি বোরিং ফিলও করতে হচ্ছে না।
একই অবস্থা ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদেরও। সময় কাটাতে একেকজন একেক রকম পদ্ধতি অবলম্বন করছেন। কেউ ফরাসী ভাষায় মনোযোগী হয়েছেন কেউবা ফরাসী নাগরিকত্ব নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। আবার অনেকেই যার যার ধর্মমতে ধর্মীয় প্রার্থনা বাড়িয়েছেন।
তবে সবার কথা একটাই- আলো আসবে। সে পর্যন্ত আমাদের পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সহযোগিতা করতে হবে।