প্যারিসে আইফেল টাওয়ার এলাকায় হামলা, নিহত এক, আহত দুই
প্রকাশিত হয়েছে : ৮:৩৭:০১,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ৬৪৮ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
প্যারিসে আইফেল টাওয়ারের কাছে রাস্তায় দুর্বৃত্তের ছুরি ও হাতুড়ির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, ‘এক হামলাকারী আইফেল টাওয়ারের কাছে কোয়াই ডি গ্রেনেলের আশপাশে পর্যটকদের লক্ষ করে হামলা করেন। এ ঘটনায় ২৬ বছর বয়সী একজন ফরাসি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি জানান, সন্দেহভাজন ব্যক্তি এক পর্যটক দম্পতির কাছে গিয়ে একজন জার্মান নাগরিককে ছুরিকাঘাত করেন। তখন পুলিশ লোকটিকে তাড়া করে একটি টেসার দিয়ে থামিয়ে গ্রেপ্তারের চেষ্টা করেন। এর আগেই তিনি হাতুড়ি দিয়ে আরও দুজনকে আক্রমণ করেন। আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।
দারমানিন জানান, হামলার সময় তিনি আল্লাহু আকবার বলে চিৎকার করছিলেন। পরে পুলিশকে বলেছেন আফগানিস্তান ও ফিলিস্তিনে অনেক মুসলমান মারা যাচ্ছে বলে তিনি বিরক্ত।
সন্দেহভাজন ব্যক্তিকে ২০১৬ সালে পৃথক হামলার পরিকল্পনা করার জন্য চার বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তিনি ফরাসি নিরাপত্তা নজরদারিতে ছিল। লোকটি মানসিক রোগে ভুগছিলেন বলেও জানান তিনি।
এ ঘটনার পর শনিবার (২ ডিসেম্বর) রাতে শহরের বীর-হাকিম মেট্রো স্টেশনের চারপাশে একটি পুলিশি অভিযান শুরু হয়। সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর অফিস জানায়, তারা এ ঘটনা তদন্তের দায়িত্ব নিয়েছে।
এ ঘটনায় ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাখোঁ এক্স-এ এক পোস্টে সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি সমবেদনা এবং জরুরি পরিষেবা দানকারীগুলোকে তাদের কার্যক্রমের জন্য ধন্যবাদ জানিয়েছেন। সূত্র: বিবিসি