বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চান আকবর
প্রকাশিত হয়েছে : ১০:৫৭:২১,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৭১৩ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
খেলাধুলায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে ২০১২ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি হন আকবর আলী। দেশের সেরা তারকা সাকিব আল হাসানকে দেখে ব্যাট ধরা শেখা আকবর হতে চান বিরাট কোহলির মতো বিশ্বের সেরা ব্যাটসম্যান।
ভারতের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে আকবর আলী বলেন, কোহলির মতো ব্যাটসম্যান ক্রিকেটবিশ্বে নেই। চেষ্টা করি, ওর প্রত্যেকটি ইনিংসে নজর রাখার। বিশ্বকাপের আগে ওর প্রচুর ইনিংসের ক্লিপিংস দেখেছি। কীভাবে রান তাড়া করতে হয়, ক্রিকেটবিশ্বকে শিখিয়েছে বিরাট। আমিও ওর মতো রান তাড়া করতে পছন্দ করি। এ ধরনের কঠিন পরিস্থিতির জন্যই অপেক্ষা করি।
গত রোববার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে ১৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনীতে ৫০ রান করা বাংলাদেশ এরপর ৫২ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায়। সেই অবস্থায় ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন অধিনায়ক আকবর আলী।
তার এমন ঠাণ্ড মাথার ব্যাটিং দেখে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই আকবরকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করেছেন।
এ ব্যাপারে আকবর আলী বলেন, ধোনি কিংবদন্তি। তার সঙ্গে আমার তুলনা করা ঠিক হবে না। তবে ধোনির কিপিং করার ধরন শেখার চেষ্টা করি।
প্রথম বিশ্বকাপ কাকে উৎসর্গ করতে চান? এমন প্রশ্নের জবাবে আকবর বলেন, অবশ্যই বাংলাদেশের মানুষদের। আমাদের দেশে ক্রিকেট প্রচণ্ড জনপ্রিয়। জয়ে, পরাজয়ে সব সময়েই সমর্থকেরা পাশে থাকেন। রোববার পচেফস্ট্রুমে ভারতীয় সমর্থকদের চেয়েও আমাদের সমর্থকরাই বেশি সমর্থন জুগিয়েছেন।
সৌজন্য – যুগান্তর