প্যারিসে অনুষ্টিত হচ্ছে বাউল উৎসব
প্রকাশিত হয়েছে : ৭:২০:৪৬,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ১০৯৪ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্কঃ
ভাটি অঞ্চলের প্রাণপুরুষ বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে প্রথমবারের মতো শিল্প সাহিত্য সংস্কৃতি মানবাধিকার ও ভালোবাসার নগরী প্যারিসে হতে যাচ্ছে বাউল উৎসব।
শেকড়ের সন্ধানে নামক সংগঠনের আয়োজনে অনুষ্টিতব্য বাউল উৎসবকে ঘিরে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে প্যারিসের একটি স্থানীয় রেস্টুরেন্টে।
সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোকপাত করেন সাংবাদিক জামিল আহমদ শাহেদ। তিনি জানান, বতর্মান প্রযুক্তির এই যুগে রকঝক সংগীত হরদমে আমাদের প্রাণের গানগুলিকে ডুবিয়ে দিচ্ছে। আর এই সস্তা কথার গানগুলি হচ্ছে প্রাশ্চাত্যের সংস্কৃতির অনুকরণ। যা আমাদের সমাজ ও মানুষের উপর নানান ভাবে প্রভাব ফেলছে। আর বাউল গান হল সেই গান যা আমাদের প্রকৃতি থেকে পাওয়া, যা আমাদের শেখায় শেকড়ের প্রতি মমত্ব, মানবিকতা, ভ্রাতৃত্ববোধ ইত্যাদি। আর এই গান নিয়ে বাংলার বহু প্রাণপুরুষ আজ কীর্তিমান হয়ে আছেন। তাই ফ্রান্সে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বাউল উৎসব। সংবাদিক সম্মেলনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন,শেকড়ের সন্ধানে প্যারিস ফ্রান্সের মনি,মিষ্টি বিশ্বাস,পারভেজ রানা,ইলিয়াস হোসাইন,মিষ্টি গোমেজ,সুচিস্মিতা পূজা,বৃষ্টি গোমেজ প্রমুখ।