স্পেনে ভূঁইয়া মানি ট্রান্সফারের দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১:৫১:৪৯,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ২৮৯ বার পঠিত
স্পেন প্রতিনিধি :
ভূঁইয়া মানি ট্রান্সফারের দ্বিতীয় শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে |রোববার বিকেলে ফিতা কেটে কাইয়ে আমপারোতে উদ্বোধন করেন ,বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আআহমে|
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক ,সিনিয়র সহ-সভাপতি আল আমিন মিয়া ,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ,বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম , গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সভাপতি সোহেল ভূঁইয়া , গ্রেটারঢাকা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মডেল ইনসাফ সুমন ,নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এখরামুরুজ্জামান কিরণ , ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন ,কুমিল্লা সমিতির সাবেক.. সভাপতি রুবেল মজুমদার ,এসোসিয়েশনের অর্থ সম্পাদক হাশেম মেম্বার , সহসংস্কৃতি ও ধর্ম সম্পাদক হানিফ মিয়াজী ,আলোককুঞ্জের মুখপাত্র মোঃ সোহেল , কমিটির নেতা রুবেল মজুমদার প্রমুখ |
জিও মানি ট্রান্সফার এর স্বত্বাধিকারী নাহিদ আনোয়ারুল বলেন ,প্রবাসীদের রেমিট্যান্স সেবার মান আরো একধাপ এগিয়ে নিতে নিয়ে যেতে আমরা বর্ধিত কলেবরে নতুন শাখার যাত্রা শুরু করলাম |ইনশাল্লাহ শতভাগ সহমত আপ্রাণ চেষ্টা চালাবো |