স্পেনে এরশাদের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ৭:৩৫:৫১,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩১৯ বার পঠিত
বকুল খাঁন ,স্পেন থেকে
অল ইউরোপ এরশাদ সমর্থক গোষ্ঠী এসোসিয়েশন ইন বাংলাদেশ কর্তৃক মরহুম প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে |
সোমবার স্থানীয় সময় রাতে স্পেনের মাদ্রিদে মহারাজ রেস্টুরেন্টের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এতে যোগদান করেন |
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও স্পেন জাপার সভাপতি আবুল হুসেনের সভাপতিত্বএ এবং এম এ আই এর আমিন এর পরিচালনায় আলোচনায় অংশ নেন,বাংলাদেশ এসোসিয়েশনের স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নয়ন,স্পেন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ,সদস্য দবির তালুকদার ,কমিউনিটি নেতা ইসলাম উদ্দিন , মুক্তিযুদ্ধা আব্দুর রহমান ,মান্নান বাংলাস্কুলের প্রধান. শিক্ষিকা শামীম হোসেন , যুবলীগ নেতা মাহবুবুল হক বকুল প্রমুখ |
এ সময় মরহুম প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন|
মরহুম প্রেসিডেন্ট এরশাদের জীবন কর্ম নিয়ে আলোকপাত করে জাতীয় পার্টির স্পেন শাখার সভাপতি আবুল হোসেন বলেন, মরহুম এরশাদ আজীবন গরিব-দুঃখী মানুষের পক্ষে কাজ করেছেন | ইসলামী মূল্যবোধ ,জাতীয়তাবাদ ও স্বাধীনতার চেতনা নিয়ে বুকে লাল সবুজের মানচিত্র বুকে ধারণ করেছেন সারাটি জীবন | হাজার গ্রাম বাঁচলে, বাংলাদেশ বাঁচবে” আমার নেতার অমর বাণী আজ সত্য হয়েছে ,যেকারণে বাংলাদেশ গ্রাম বলতে আর আজকে আর কিছু নেই ,সব. খানেই শহুরে পরিবেশ |
এসমস্ত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি একেএম জহিরুল ইসলাম, স্পেন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল কাদের ঢালী ,গ্রীন ক্রিসেন্ট সোসাইটি মাদ্রিদ এর সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী,তরুণ ব্যবসায়ী আব্দুল আউয়াল প্রমুখ |